চূড়ান্ত বিপাকে রাহুল, খোয়াতে পারেন ভোটে লড়ার অধিকার?

নয়াদিল্লি: যতদিন না রাহুল গান্ধির নাগরিকত্ব ইস্যুর ফয়সলা হচ্ছে ততদিন যেন তাকে ভারতের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, এই মর্মে একটি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে৷ সম্প্রতি তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া অভিযোগের ব্যাপারে কংগ্রেস সভাপতিকে নোটিস দিয়ে এক পক্ষকালের মধ্যে তাঁর ব্যাখ্যা চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। পিটিশনে বলা হয়েছে, এ ব্যাপারে বিজেপি নেতা

চূড়ান্ত বিপাকে রাহুল, খোয়াতে পারেন ভোটে লড়ার অধিকার?

নয়াদিল্লি: যতদিন না রাহুল গান্ধির নাগরিকত্ব ইস্যুর ফয়সলা হচ্ছে ততদিন যেন তাকে ভারতের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, এই মর্মে একটি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে৷ সম্প্রতি তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া অভিযোগের ব্যাপারে কংগ্রেস সভাপতিকে নোটিস দিয়ে এক পক্ষকালের মধ্যে তাঁর ব্যাখ্যা চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

পিটিশনে বলা হয়েছে, এ ব্যাপারে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী ২০১৫ সালের নভেম্বরে অভিযোগ জানালেও সেই ব্যাপারে কেন্দ্র, নির্বাচন কমিশন ‘নিষ্ক্রিয়’থেকেছে৷ জয় ভগবান গোয়েল ও সি পি ত্যাগীর দাবি, এই সংক্রান্ত প্রাথমিক নথিপত্র যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও নির্বাচন কমিশনের কাছে পেশ করা হয়েছে, তাই রাহুলকে অমেঠি ও ওয়েনাড় এই দুটি কেন্দ্র থেকে ভোটে লড়তে দেওয়া উচিত নয়।

পিটিশনটি দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে উল্লেখ করা হয়। পিটিশনারদের কৌঁসুলি আগামী সপ্তাহে শুনানির আবেদন করেন। বিচারপতি দীপক গুপ্তা ও বিচারপতি সঞ্জীব খন্নাকে নিয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন৷

সম্প্রতি রাহুলকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছিল, সুব্রহ্মণ্যম স্বামী এক চিঠিতে জানিয়েছেন, ২০০৩ সালে ব্রিটেনে ব্যাকঅপস লিমিটেড নামে একটি কোম্পানি নথিভুক্ত হয় যার ডিরেক্টরদের মধ্যে ছিলেন রাহুল গান্ধি। স্বামীর চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০০৫ এর ১০ অক্টোবর ও ২০০৬ এর ৩১ অক্টোবর জমা দেওয়া ওই ব্রিটিশ কোম্পানির বার্ষিক রিটার্নে রাহুলের জন্মের তারিখ দেখানো হয়েছে ১৯৭০ এর ১৯ জুন, তাঁকে ব্রিটিশ নাগরিক বলেও উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 1 =