নয়াদিল্লি : ক্ষমতায় এলে দেশের ২০ শতাংশ সবথেকে গরিব পরিবারকে বছরে ৭২ হাজার কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল কংগ্রেস। এই ন্যূনতম আয় যোজনায় উপকৃত হবে ৫ কোটি পরিবারের ২৫ কোটি মানুষ।
দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এই ন্যায় প্রকল্পের কথা জানান। বলেন, গত ৬-৭ মাস ধরে এই ঐতিহাসিক প্রকল্পের সব হিসেব কষা হয়ে গিয়েছে। এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। কংগ্রেস ১০০ দিনের কাজ প্রকল্প দিয়েছে, ন্যায়ও দেবে।