নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের মধ্যে ফের বিপাকে পড়লেন রাহুল গান্ধী। রাহুলের নাগরিকত্ব নিয়ে অভিযোগ তুলেছিলেন সাংসদ সুব্রহ্ম্যণম স্বামী। বিজেপি সাংসদের অভিযোগের প্রেক্ষিতে কংগ্রেস সভাপতিকে নোটিস দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দু’সপ্তাহের মধ্যে জবাব দিতে রাহুলকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের।
২০০৪ সালে নির্বাচনী হলফনামা দেওয়ার সময় রাহুল জানিয়েছিলেন, তিনি ব্যাকঅপ্স লিমিটেড নামে লন্ডনের একটি সংস্থায় অর্থলগ্নি করেছেন, যে প্রতিষ্ঠানের তিনি অন্যতম ডিরেক্টর। ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে এই সংস্থার সাংগঠনিক নথি এবং আগস্ট ২০০৫ পর্যন্ত হিসেব জমা দেওয়া আছে। বিজেপি–র দাবি, ওই নথিতে রাহুলকে ব্রিটিশ নাগরিক হিসেবে দেখানো আছে।
Ministry of Home Affairs issues notice to Congress President Rahul Gandhi over his citizenship after receiving a complaint from Rajya Sabha MP Dr Subramanian Swamy; MHA asks Rahul Gandhi to respond in the matter within a ‘fortnight’. pic.twitter.com/rkFu6TJ7lu
— ANI (@ANI) April 30, 2019
সেটা যদি ঠিক হয়, তা হলে রাহুলের ভারতের নাগরিকত্ব তখনই খারিজ হয়ে যাওয়ার কথা। কারণ ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী, কোনও ভারতীয় দ্বিতীয় কোনও দেশের নাগরিকত্ব নিলে ভারতীয় নাগরিক থাকার অধিকার হারান। কাজেই বিজেপি–র প্রশ্ন, ২০০৫ সালের আগে বা পরে রাহুল কি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন? তা হলে কি তিনি আদৌ আর ভারতের নাগরিক থাকতে পারেন?