নয়াদিল্লি: আমেথিতে রাহুল গান্ধির মনোনয়নপত্রের স্কুটিনি আটকে গেল। ২২ এপ্রিল মনোনয়নপত্র পেশ করেছিলেন কংগ্রেস সভাপতি। আমেথির এক নির্দল প্রার্থী ধ্রুব লাল অভিযোগ করেছেন, ব্রিটেনের একটি কোম্পানির সার্টিফিকেট অনুসারে রাহুল নিজেকে ব্রিটেনের নাগরিক বলে দাবি করেছেন।
আইনমতো বিদেশি এই ভারতের নির্বাচনে লড়তে পারেন না। কখন রাহুল ভারতীয় নারিকত্ব পেয়েছিলেন? রাহুলের হলফনামায় ওই ব্রিটিশ কোম্পানিতে থাকার সময় তাঁর কী সম্পত্তি ছিল জানানো হয়নি তাও। তাঁর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটেও অসঙ্গতি রয়েছে। কলেজ তাঁর না ছিল রাহুল ভিঞ্চি। রাহুল গান্ধির নামে কোনও সার্টিফিকেটে নেই।