‘প্রতিবেশী দেশ থেকে ভোটে লড়বেন রাহুল গান্ধী’

আমেদাবাদ: ‘পরের নির্বাচনে রাহুল গান্ধীকে লড়তে হবে প্রতিবেশী দেশ থেকে’— কংগ্রেস সভাপতি সম্পর্কে আমেদাবাদে এই তির্যক মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, এবারের লোকসভা নির্বাচনে তিনি আমেথি এবং ওয়ানাড়, দু’টি আসনেই পরাজিত হবেন। আমেথিতে স্মৃতি ইরানি তাঁকে হারিয়ে দেবেন। ওয়ানাড়েও তিনি জিততে পারবেন না। তাই, পরের বার প্রতিবেশী দেশ থেকে রাহুলকে প্রতিদ্বন্দ্বিতা করতে

‘প্রতিবেশী দেশ থেকে ভোটে লড়বেন রাহুল গান্ধী’

আমেদাবাদ: ‘পরের নির্বাচনে রাহুল গান্ধীকে লড়তে হবে প্রতিবেশী দেশ থেকে’— কংগ্রেস সভাপতি সম্পর্কে আমেদাবাদে এই তির্যক মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।

তিনি বলেছেন, এবারের লোকসভা নির্বাচনে তিনি আমেথি এবং ওয়ানাড়, দু’টি আসনেই পরাজিত হবেন। আমেথিতে স্মৃতি ইরানি তাঁকে হারিয়ে দেবেন। ওয়ানাড়েও তিনি জিততে পারবেন না। তাই, পরের বার প্রতিবেশী দেশ থেকে রাহুলকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।’

পীযূষের কটাক্ষ, ওয়ানাড়ে রাহুল লড়ছেন সিপিআই প্রার্থীর বিরুদ্ধে। কিন্তু, বামেদের বিরুদ্ধে একটি শব্দ খরচ করার সাহসও তাঁর নেই। তিনি বলেছেন, ‘সীতারাম ইয়েচুরির সঙ্গে রাহুল গান্ধীর প্রচুর ছবি আমরা দেখেছি। কিন্তু, রাহুল যখন বুঝতে পারলেন যে আমেথিতে হেরে যাবেন, তখনই কেরলে ছুটলেন ওয়ানার আসন থেকে লড়বেন বলে। কোনও নেতার যদি প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলারই সাহস না থাকে, তহলে তিনি দেশের সেবা করবেন কীভাবে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =