নয়াদিল্লি: ফের প্রধানমন্ত্রীকে নিশানা করলেন রাহুল গান্ধী৷ এবার টুইটারে আক্রমণ করে রাহুল গান্ধীর কটাক্ষ, প্রধানমন্ত্রীর তিনটি ব্যর্থতা হাভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে৷ মোদির কোন কোন ব্যর্থতা হাভার্ডে পড়ানো হবে, তাও তিনি টুইটারে প্রকাশ করেন তিনি৷ রাহুল জানিয়েছেন, কোভিড ১৯, নোট বতিলের সিদ্ধান্ত ও জিএসটি। তিনটি বিষয় ভবিষ্যতে হাভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে৷
টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও জুড়ে দেন রাহুল গান্ধি। যেখানে দেখা যায জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। বলছেন, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হতে সময় লেগেছিল ১৮ দিন। আর করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে আমাদের সময় লাগবে ২১ দিন। এই ২১ দিনের মধ্যে আমরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে পারব।
সেই ২১ দিন অনেক আগে হয়ে গিয়েছে। কিন্তু করোনা ভাইরাসকে মোকাবিলা তো করা সম্ভব হয়নি। বরং দেশ জুড়ে করোনার কামড় আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ২৪, ২৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার জেরে ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ লক্ষ ৯৭ হাজার ৪১৩ জন। ভারত করোনা সংক্রমণের দিক থেকে রাশিয়াকে পিছনে ফেলে বিশ্বে তৃতীয় স্থানে চলে এসেছে বলে জানা গিয়েছে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪২৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৯,৬৯৩।
Future HBS case studies on failure:
1. Covid19.
2. Demonetisation.
3. GST implementation. pic.twitter.com/fkzJ3BlLH4— Rahul Gandhi (@RahulGandhi) July 6, 2020