বিরোধী দলনেতা রাহুল! প্লাস-মাইনাস এফেক্ট নিয়ে দোলাচলে কংগ্রেস?

বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধী (Rahul Gandhi Opposition leader) লোকসভায় বিরোধী দলনেতার পদে শেষ পর্যন্ত কী দেখা যাবে রাহুল গান্ধীকেই? ফল প্রকাশের পর এই চর্চা…

Congress Trinamool Alliance Bengal Politics Rahul Gandhi Opposition leader Rahul Gandhi Rahul Gandhi political struggle

বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধী (Rahul Gandhi Opposition leader)

লোকসভায় বিরোধী দলনেতার পদে শেষ পর্যন্ত কী দেখা যাবে রাহুল গান্ধীকেই? ফল প্রকাশের পর এই চর্চা চলছে কেন্দ্রীয় রাজনীতিতে। ইতিমধ্যেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে। তা সত্ত্বেও কংগ্রেসের একাংশের মধ্যে বিষয়টি নিয়ে দোলাচল রয়েছে বলে খবর। তবে বিষয়টি নিয়ে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী কেউই অবশ্য মুখ খোলেননি।

রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra)

জানা গিয়েছে বিরোধী দলনেতা তিনি হবেন কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাহুল নিজেই। শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। কোন কারণে রাহুলকে বিরোধী দলনেতা হিসেবে দেখতে চাইছেন কংগ্রেসের বেশিরভাগ সাংসদ? ঘটনা হল রাহুল গান্ধী দু’দফায় যে ‘ভারত জোড়ো যাত্রা’ করেছেন তাতেই কংগ্রেসের মরা গাঙে জোয়ার এসেছে বলে দল মনে করছে। যেভাবে তিনি প্রতিকূল পরিস্থিতিতে প্রচারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তার প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেসের সর্বস্তরের নেতাকর্মীরা।

বিজেপিকে কোণঠাসা করার কৌশল

সবচেয়ে বড় কথা ওয়েনাড় কেন্দ্রে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি বিজেপির শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশের রায়বেরিলিতেও বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন রাহুল। অথচ আগে প্রচার করা হতো কংগ্রেস নাকি বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পেরে ওঠে না। সেখানে এই লোকসভার ফলাফল বলছে উত্তরপ্রদেশের পাশাপাশি রাজস্থান, হরিয়ানায় বহু কেন্দ্রে সরাসরি লড়াইয়ে কংগ্রেস প্রার্থীরা হারিয়ে দিয়েছেন বিজেপিকে। তাই লোকসভায় রাহুল বিরোধী দলনেতা হলে বিজেপিকে আরও কোণঠাসা করা যাবে বলে কংগ্রেস মনে করছে। কিন্তু এগুলি হচ্ছে রাহুল বিরোধী দলনেতা হলে তার ‘প্লাস এফেক্ট’।

‘প্লাস এফেক্ট’ এবং ‘মাইনাস এফেক্ট’

সেক্ষেত্রে ‘মাইনাস এফেক্ট’ নিয়েও কংগ্রেসের একাংশ চিন্তা করছেন বলে খবর। ঘটনা হল বিরোধী দলনেতা হলে রাহুল পুরোপুরি লোকসভায় আটকে যাবেন। দেশ জুড়ে প্রচারে তখন তিনি বেশি সময় দিতে পারবেন না। তাতে সংগঠনের ক্ষতি হতে পারে। এছাড়া রাহুল বিরোধী দলনেতা হলে নতুন করে বিজেপি পরিবারতন্ত্রের অভিযোগ তুলে কংগ্রেসকে নিশানা করবে। তা সত্ত্বেও রাহুল যাতে বিরোধী দলনেতা হন সেই সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে।

কংগ্রেসের ‘হার্ট থ্রব’ রাহুল (Leader of Opposition post in Lok Sabha)

দল মনে করছে রাহুল বিরোধী দলনেতা হলে তাঁর প্রচার আরও বেড়ে যাবে। যাতে দেশ জুড়ে আরও প্রাসঙ্গিক হয়ে উঠবে কংগ্রেস। তবে বিরোধী দলনেতা হিসেবে বিকল্প নাম নিয়েও চর্চা চলছে। সেখানে উঠে এসেছে শশী থারুর, গৌরব গগৈয়ের নাম। যদিও এই মুহূর্তে কংগ্রেসের ‘হার্ট থ্রব’ রাহুল গান্ধী যদি বিরোধী দলনেতা হন তবে তা নিয়ে কেন্দ্রীয় রাজনীতিতে যে ব্যাপক চর্চা চলবে, সেটা নিয়ে কারও সন্দেহ নেই। যা কংগ্রেসকে আরও বেশি প্রচারের আলোয় নিয়ে আসবে। এই পরিস্থিতিতে গোটা বিষয়টি নিয়ে রাহুল নিজে কী সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার।

আরও পড়ুন-

ভোটে হেরেও প্রমোশন লকেটের! পাচ্ছেন বিজেপির বড় পদ

শহুরে এলাকায় বিজেপি ঝড়, গ্রামাঞ্চলে তৃণমূল! কারণটা কী?

কত টাকা বেতন একজন সাংসদের? পাবেন কী কী সুবিধা? তালিকা দীর্ঘ

Politics: Rahul Gandhi Opposition leader. Will Rahul Gandhi become the Leader of the Opposition in Lok Sabha? Congress debates the pros and cons as internal discussions reveal mixed opinions. His successful ‘Bharat Jodo Yatra’ and recent electoral victories are key factors in this decision.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *