প্রচারে ঝড় তুলতে ফের বাংলায় আসছেন রাহুল গান্ধী

কলকাতা: চাঁচোলে দাঁড়িয়ে মোদি-মমতাকে কাঠগড়ায় তুলে লোকসভা নির্বাচনে বাংলায় প্রচারে ঝড় তুলেছিলেন রাহুল গান্ধী৷ এবার ফের আরও এক দফায় বাংলায় আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এবার, দীপা দাসমুন্সির হয়ে প্রচার কবেন রাহুল৷ আগামী বুধবার রায়গঞ্জে আসার কথা তাঁর৷ তবে, শেষ মুহূর্ত পর্যন্ত কোনও পরিবর্তন না ঘটলে ১০ এপ্রিল রাহুলের বাংলা সফল প্রায় নিশ্চিত করে ফেলেছেন

প্রচারে ঝড় তুলতে ফের বাংলায় আসছেন রাহুল গান্ধী

কলকাতা: চাঁচোলে দাঁড়িয়ে মোদি-মমতাকে কাঠগড়ায় তুলে লোকসভা নির্বাচনে বাংলায় প্রচারে ঝড় তুলেছিলেন রাহুল গান্ধী৷ এবার ফের আরও এক দফায় বাংলায় আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এবার, দীপা দাসমুন্সির হয়ে প্রচার কবেন রাহুল৷ আগামী বুধবার রায়গঞ্জে আসার কথা তাঁর৷ তবে, শেষ মুহূর্ত পর্যন্ত কোনও পরিবর্তন না ঘটলে ১০ এপ্রিল রাহুলের বাংলা সফল প্রায় নিশ্চিত করে ফেলেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷

গত ২৩ মার্চ বাংলায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ চাঁচলে মহাজোটের স্বপ্ন ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেনজরির আক্রমণ করেন রাহুল৷ বলেন, ‘‘মোদি যেখানে সেখানে গিয়ে মিথ্যা কথা৷ এখানে মুখ্যমন্ত্রী কী করেন তা আপনারা জানেন৷’’

অন্যদিকে, আগামী রবিবার কোচবিহারে সভার পর ফের ১৯ এপ্রিল উত্তরবঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানা গিয়েছে, ওই দিন বুনিয়াদপুরে সভা করবেন তিনি৷ কোনও কারণে তা না হলে পরদিন অর্থাৎ ২০ এপ্রিল হবে সভাটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + ten =