গত ৫ বছরে প্রায় ৫০ শতাংশ সম্পত্তি বাড়ালেন রাহুল গান্ধি

নয়াদিল্লি: দেশের পরবর্তি প্রধানমন্ত্রী তিনিই! অন্তত গান্ধী পরিবার তেমনটাই চাইছে৷ দলের তরফেও রাহুলকে সামনে রেখে চলছে দিল্লি দখলের প্রস্তুতি৷ সেই প্রস্তুতির শেষ লগ্নে দাঁড়িয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এলে রাহুল গান্ধীর সম্পত্তির পরিমাণ নিয়ে৷ এবারের লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে কমিশনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির তাঁর সম্পত্তির পরিমাণ জানিয়েছেন৷ হলফনামা জমা দিয়ে রাহুল জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির

0ba8934ea5c3a971b26ae4f98d450f0c

গত ৫ বছরে প্রায় ৫০ শতাংশ সম্পত্তি বাড়ালেন রাহুল গান্ধি

নয়াদিল্লি: দেশের পরবর্তি প্রধানমন্ত্রী তিনিই! অন্তত গান্ধী পরিবার তেমনটাই চাইছে৷ দলের তরফেও রাহুলকে সামনে রেখে চলছে দিল্লি দখলের প্রস্তুতি৷ সেই প্রস্তুতির শেষ লগ্নে দাঁড়িয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এলে রাহুল গান্ধীর সম্পত্তির পরিমাণ নিয়ে৷

এবারের লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে কমিশনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির  তাঁর সম্পত্তির পরিমাণ জানিয়েছেন৷ হলফনামা জমা দিয়ে রাহুল জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ কোটি ৮৮ লাখ টাকা। বৃহস্পতিবার কেরলের ওয়ানাদে মনোনয়নপত্র পেশ করার তিনি৷ সেখানেই হলফনামা থেকেই পাওয়া গিয়েছে এই তথ্য৷

পাঁচ বছর আগে ২০১৪ সালে রাহুলের সম্পত্তির পরিমাণ ছিল ৯ কোটি ৪০ লাখ টাকা। হলফনামা অনুসারে, রাহুলের কোনও গাড়ি নেই। বিভিন্ন ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সবমিলিয়ে তাঁর ঋণের পরিমাণ ৭২ লাখ টাকা। তাঁর অস্থাবর সম্পত্তি ৫ কোটি ৮০ লাখ ৫৮ হাজার ৭৯৯ টাকার। স্থাবর সম্পত্তি ১০ কোটি ৮ লাখ ১৮ হাজার ২৮৪ টাকার। তাঁর বিরুদ্ধে মহারাষ্ট্রে ২টি, ঝাড়খণ্ড, অসম ও দিল্লিতে ১টি করে মামলা রয়েছে। তাঁর নগদ রয়েছে ৪০ হাজার টাকা, বিভিন্ন ব্যাঙ্কে রয়েছে ১৭ লাখ ৯৩ হাজার টাকা।

বন্ড, ডিবেঞ্চার ও শেয়ারে রাহুলের লগ্নি ৫ কোটি ১৯ লাখ টাকা। সোনা আছে ৩৩৩.৩ গ্রাম। গুরগাংওয়ের তাঁর দুটি নিজস্ব অফিস, সুলতানপুর গ্রামে পৈত্রিক সম্পত্তির অংশ। ২০১৭-২০১৮ সালে তাঁর বার্ষিক রোজগার ছিল ১ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকা। এই টাকা এসেছে তাঁর সাংসদের বেতন, রয়্যাল্টি, বিভিন্ন লগ্নির সুদ থেকে। রাহল কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিট কলেজের ডেভেলপমেন্ট স্টাডিজের এমফিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *