মোদিকে ‘চোর’ বলে ক্ষমা চাইলেন রাহুল

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার চোর বলে সুপ্রিম কোর্ট ক্ষমা চাইলেন রাহুল গান্ধী৷ নির্বাচনী প্রচারে গিয়ে সুপ্রিম কোর্টকে জড়িয়ে মোদিকে ‘চোর’ বলে কটাক্ষ করেন রাহুল৷ সোমবার আদালত অবমাননার দায়ে হলফনামা দিয়ে শীর্ষ আদালতে ক্ষমা চাইতে হল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে৷ বিরোধীরা তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে বলে এদিন দাবি করেন রাহুল৷ Congress President Rahul Gandhi

মোদিকে ‘চোর’ বলে ক্ষমা চাইলেন রাহুল

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার চোর বলে সুপ্রিম কোর্ট ক্ষমা চাইলেন রাহুল গান্ধী৷ নির্বাচনী প্রচারে গিয়ে সুপ্রিম কোর্টকে জড়িয়ে মোদিকে ‘চোর’ বলে কটাক্ষ করেন রাহুল৷ সোমবার আদালত অবমাননার দায়ে হলফনামা দিয়ে শীর্ষ আদালতে ক্ষমা চাইতে হল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে৷ বিরোধীরা তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে বলে এদিন দাবি করেন রাহুল৷

রাফাল যুদ্ধবিমান নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে কংগ্রেস সভাপতির মন্তব্যে ক্ষুব্ধ সর্বোচ্চ আদালত গত ১৫ এপ্রিল তাঁকে ২২ এপ্রিলের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছিল। আজ ক্ষমা চান রাহুল৷ এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট জানায়, তার বক্তব্য মিডিয়ায় ভুল ভাবে তুলে ধরেছেন রাহুল। বেঞ্চ বলে, আমরা পরিষ্কার বলছি, মিডিয়ায় রাহুল গান্ধীর বক্তব্যে এই আদালতের অভিমত বলে যা বেরিয়েছে, তা ভুল ভাবে হাজির করা হয়েছে। আমরা কখনই অমন অভিমত জানাইনি। আমরা কেবলমাত্র তথ্য-নথির গ্রহণযোগ্যতা নিয়ে সিদ্ধান্ত জানিয়েছি। রাজনৈতিক নেতাদের ভাষণে নিজেদের মতামত আদালতের মুখে বসানো থেকে বিরত থাকতেও বলে ওই বেঞ্চ। রাহুল নিজের হলফনামায় জানিয়েছেন, আদালত ওসব কখনও বলেনি। তিনি উত্তপ্ত রাজনৈতিক প্রচারের আবহে ওই মন্তব্য করেছেন, বিরোধীরা যার অপব্যবহার করেছে। আদালতের রায় ভুল ভাবে দেখানোর কোনও অভিপ্রায়ই ছিল না তাঁর। মঙ্গলবার মীনাক্ষীর পিটিশনের শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে।

একটি জনসভায় রাহুল বলেন, ‘‘আমি প্রথম থেকেই বলছি, এবার সুপ্রিম কোর্টও মেনে নিল যে চৌকিদার নরেন্দ্র মোদী চোর হ্যায়৷’’ কংগ্রেস সভাপতির এই মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন বিজেপি নেত্রী মিনাক্ষী লেখি৷ দায়ের হয় মামলা৷ এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, তারা কোথাও এমন কথা বলেনি, ‘চৌকিদার নরেন্দ্র মোদি চোর হ্যায়৷’ সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে ক্ষমা চান রাহুল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =