কেজরিকে ছেড়ে সব কেন্দ্রে প্রার্থী ঘোষণা রাহুলের

নয়াদিল্লি: দীর্ঘ কয়েক মাসের আলোচনার পরও দিল্লিতেও আম আদমি পার্টির (আপ) সঙ্গে আসন সমঝোতা হলো না কংগ্রেসের। ফলে সোমবারই তারা দিল্লির ৭টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৬টি আসনে প্রার্থী ঘোষণা করল। এবার লোকসভার প্রার্থী হচ্ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিত। দিল্লির উত্তর পূর্ব লোকসভা কেন্দ্র থেকে লড়বেন তিনি। নতুন দিল্লি আসন থেকে নির্বাচনে লড়ছেন অজয় মাকেন।

কেজরিকে ছেড়ে সব কেন্দ্রে প্রার্থী ঘোষণা রাহুলের

নয়াদিল্লি: দীর্ঘ কয়েক মাসের আলোচনার পরও দিল্লিতেও আম আদমি পার্টির (আপ) সঙ্গে আসন সমঝোতা হলো না কংগ্রেসের। ফলে সোমবারই তারা দিল্লির ৭টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৬টি আসনে প্রার্থী ঘোষণা করল। এবার লোকসভার প্রার্থী হচ্ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিত।

দিল্লির উত্তর পূর্ব লোকসভা কেন্দ্র থেকে লড়বেন তিনি। নতুন দিল্লি আসন থেকে নির্বাচনে লড়ছেন অজয় মাকেন। অরবিন্দ সিং লাভলি দাঁড়াচ্ছেন পূর্ব দিল্লি কেন্দ্র থেকে। চাঁদনি চক থেকে জেপি আগরওয়াল, উত্তর পশ্চিম দিল্লি থেকে রাজেশ লিলোথিয়া এবং পশ্চিম দিল্লি কেন্দ্র থেকে মহাবল মিশ্র নির্বাচনে লড়ছেন।

আসন সমঝোতা নিয়ে কোনও রফা সূত্র বের না হওয়ায় ইতিমধ্যেই কংগ্রেসকে দোষারোপ করেছে আপ। তাঁদের অভিযোগ আলোচনার নামে শুধু সময় নষ্ট করেছে কংগ্রেস। অপরদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আসন সমঝোতা না হওয়ার সম্পূর্ণ দায় চাপিয়েছে আপের ঘাড়ে। ষষ্ঠ দফার নির্বাচনে দিল্লির এই আসনগুলিতে নির্বাচন হবে। গত লোকসভা নির্বাচনে ৭ টি আসনেই জয় লাভ করেছিল বিজেপি। এই লোকসভা নির্বাচনে বিজেপিকে আটকাতে কতটা লড়াই দিতে পারে কংগ্রেস বা আপ সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 15 =