নয়াদিল্লি: নির্বাচনী প্রচারমঞ্চে রাফাল যুদ্ধবিমান নিয়ে তোপ দেগে জনতার সমর্থন আদায় করলেও আদতে তা ভোটের বাক্সে নিয়ে যাওয়া কঠিন হচ্ছে বলেই ঘরোয়া সমীক্ষায় দেখছে কংগ্রেস। তাই এবার সামান্য স্ট্র্যাটেজি বদল করা হচ্ছে।
প্রচারের ইস্যুতে রাফাল রাখা হলেও ভোটে গরিবদের মন জয় করতে নির্বাচনী প্রতিশ্রুতি নূন্যতম আয় যোজনা বা ‘ন্যায়’ প্রকল্প নিয়ে উদ্যোগ নিচ্ছেন রাহুল গান্ধী। ঠাকুমা ইন্দিরা গান্ধীর স্লোগানের অংশ ধার করেই এই প্রকল্প নিয়ে মাঠে নামছেন তিনি। ইন্দিরা গান্ধীর স্লোগান ছিল ‘গরিবি হটাও।’ কেন্দ্রে ক্ষমতায় এলে ইন্দিরা গান্ধীর সেই স্বপ্ন পূরণ করাই হল রাহুল গান্ধীর টার্গেট।
তাই দেশের গরিব ভোটারদের মন পেতে কংগ্রেস সভাপতি চিঠি লিখছেন। লিখবেন প্রিয়াঙ্কা গান্ধীও। যেখানে ক্ষমতায় এলে গরিব পরিবারকে বছরে ৭২ হাজার টাকা দেওয়ার কথাটি বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে। স্লোগান আকারে বলা হচ্ছে, ‘গরিবি পর ওয়ার/বাহাত্তর হাজার।’ অর্থাৎ গরিবির সঙ্গে লড়াই করতে বছরে ৭২ হাজার টাকা দিয়ে ন্যায় করা হবে। মাসে ছ’ হাজার টাকা। এমনিতে ভোট শুরু হয়ে গিয়েছে। তাই এই চিঠি লেখার পরিকল্পনা কার্যকর করতে আর বিলম্ব চান না রাহুল। আগামী ২৩ তারিখ তৃতীয় দফার ভোট। তার আগেই গরিবদের মন জয়ের প্রকল্প ‘ন্যায়’ নিয়ে দলকে প্রচার বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, ন্যায় নামটি দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী স্বয়ং।