বিজেপি প্রভাবিত জেলায় কম দফায় ভোট! ২১-র নির্বাচনে অন্য সমীকরণ

বিজেপি প্রভাবিত জেলায় কম দফায় ভোট! ২১-র নির্বাচনে অন্য সমীকরণ

কলকাতা: গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে নির্বাচন কমিশন। দিনক্ষণ নিয়ে কোনোরকম বিতর্ক না থাকলেও, নির্বাচনের দফা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। কারণ রেকর্ড করে ৮ দফা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। ভোটের দিনক্ষণ ঘোষণার পরে সাংবাদিক বৈঠক করে এই বিষয় নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের ব্যাপক সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেহ প্রকাশ করে তিনি বলেছেন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কথা মতো হয়তো দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। তবে জেলা ভিত্তিক নির্বাচনের দিনক্ষণ দেখার পর একটা ব্যাপার স্পষ্ট হচ্ছে যে, বিজেপি প্রভাবিত জেলাগুলিতে কম দফায় ভোট করা হয়েছে! এদিকে তৃণমূল কংগ্রেস যে জেলাগুলিতে শক্তিশালী, সেখানে ভোট করা হয়েছে একাধিক দফায়। আর এখান থেকেই নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে।

নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য দিনক্ষণ প্রকাশ করার পর দেখা গিয়েছে, এক একটি জেলাকে দুই অথবা তিন ভাগে ভাগ করে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর শহর একাধিক জেলায় একাধিক দফায় ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে এই সব কটিতেই শক্তিশালী তৃণমূল কংগ্রেস। বিগত লোকসভা নির্বাচনে এই জেলাগুলিতে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। অন্যদিকে লোকসভা ভোটে ভালো করা পুরুলিয়ায়, উত্তরবঙ্গের সব জেলাতে এক দফায় নির্বাচন সংঘটিত হবে। অতএব একটা ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত মিলছে, যে যে জেলায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী রয়েছে সেই খানে ভোটের দফা ভেঙে দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপির ঘাঁটি জেলাতে রয়েছে সেখানে এক দফায় ভোট। তাই গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন তার তাৎপর্য এখন বোঝা যাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের অভিমত, যেভাবে দফা ভাগ করা হয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট, বিজেপির ঘাঁটি যেখানে শক্ত সেখানে আলাদা ভাবে নজর দেওয়া হয়েছে। 

গতকাল সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একই জেলায় আলাদা দিনে ভোট করানো হচ্ছে, এর কোনো যুক্তি নেই। একটা জেলাকে ভাগ করে পার্ট ওয়ান, পার্ট টু করা হয়েছে। তিনি অভিযোগ তুলেছেন, বিজেপির লিস্ট তিনি দেখেছেন, সেই লিস্ট অনুযায়ী নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করেছে বাংলার নির্বাচনের। ‌এই‌ প্রসঙ্গেই মমতার হুঁশিয়ারি, খেলতে চাইছে বিজেপি, আট দফাতেই খেলা হবে। বিজেপিকে হারিয়ে ভূত করে দেবেন বলে দাবি করেছেন মমতা। একই সঙ্গে তাঁর বক্তব্য, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য গোটা কেন্দ্রীয় সরকার নেমে পড়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 10 =