বালাকোট হামলা নিয়ে প্রশ্ন, কংগ্রেসকে তুলোধোনা মোদির

নয়াদিল্লি: পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার হামলা নিয়ে ‘আরও তথ্য’ জানতে চাই। কত জঙ্গি মারা পড়েছিল, জানতে চাই তাও। ভারতের দাবিগুলি মানতে নারাজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি। মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। যা নিয়ে কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার প্রধানমন্ত্রীর তোপ, সশস্ত্র বাহিনীকে অপমান করেই চলেছে বিরোধীরা। কংগ্রেস সভাপতির দেখানো রাস্তায় কংগ্রেসের তরফে পাকিস্তানের জাতীয় দিবস

বালাকোট হামলা নিয়ে প্রশ্ন, কংগ্রেসকে তুলোধোনা মোদির

নয়াদিল্লি: পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার হামলা নিয়ে ‘আরও তথ্য’ জানতে চাই। কত জঙ্গি মারা পড়েছিল, জানতে চাই তাও। ভারতের দাবিগুলি মানতে নারাজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি। মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। যা নিয়ে কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার প্রধানমন্ত্রীর তোপ, সশস্ত্র বাহিনীকে অপমান করেই চলেছে বিরোধীরা। কংগ্রেস সভাপতির দেখানো রাস্তায় কংগ্রেসের তরফে পাকিস্তানের জাতীয় দিবস পালনের উৎসব শুরু করলেন তাঁর সবচেয়ে আস্থাভাজন উপদেষ্টা। লজ্জাজনক বিষয়! ভোটের আগে প্রধানমন্ত্রীর এই আক্রমণের জেরে চরম অস্বস্তিতে পড়ে যায় কংগ্রেস। বিতর্ক এড়াতে পিত্রোদার মন্তব্যকে ‘ব্যক্তিগত মতামত’ বলে দায় এড়ানোর চেষ্টায় নামে। বিতর্কের ঝড় ওঠায় পরে সাফাই দেওয়ার চেষ্টা চালান পিত্রোদা নিজেও। জানিয়ে দেন, মন্তব্য তাঁর নিজের। কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তবে তাতে চিঁড়ে ভেজেনি। প্রধানমন্ত্রীর মতোই পিত্রোদার মন্তব্যকে সামনে রেখে কংগ্রেসকে ফালাফালা করতে শুরু করেন অমিত শাহ, অরুণ জেটলির মতো বিজেপির প্রথমসারির নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =