আমার বিরুদ্ধে গোটা ভারত সরকার নামিয়ে দিন, তবুও শূন্য পাবেন: মমতা

শ্রীরামপুর: রাজ্যে নির্বাচন পর্বে কেন্দ্রীয় বাহিনী এবং বিভিন্ন এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সেন্ট্রাল ফোর্স, সব এজেন্সি, এমনকী গোটা ভারত সরকার নামান, চ্যালেঞ্জ নিলাম। যতই চেষ্টা করো, একটা আসনও পাবে না এখান থেকে। ফোর্স ভোট দেয় না, ভোট দেয় মানুষ। নাম না করে মোদিকে মমতার কটাক্ষ,

cc27adcc19eb57a4cbe3b34f4f3b4170

আমার বিরুদ্ধে গোটা ভারত সরকার নামিয়ে দিন, তবুও শূন্য পাবেন: মমতা

শ্রীরামপুর: রাজ্যে নির্বাচন পর্বে কেন্দ্রীয় বাহিনী এবং বিভিন্ন এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর কথায়, সেন্ট্রাল ফোর্স, সব এজেন্সি, এমনকী গোটা ভারত সরকার নামান, চ্যালেঞ্জ নিলাম। যতই চেষ্টা করো, একটা আসনও পাবে না এখান থেকে। ফোর্স ভোট দেয় না, ভোট দেয় মানুষ। নাম না করে মোদিকে মমতার কটাক্ষ, তোমার বিশ্বাস এজেন্সি আর ফোর্সে। আমার বিশ্বাস মানুষে। বুধবার দুপুরে শ্রীরামপুর ও কৃষ্ণনগরে দলীয় নির্বাচনী সভায় এই ভাষাতেই মমতা চ্যালেঞ্জ জানিয়েছেন গেরুয়া শিবিরের পোস্টার বয় নরেন্দ্র মোদি এবং তাঁর সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহকে। বৈশাখের দাবদাহ যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মমতার নির্বাচনী সভা করার পালা। তার চেয়েও বেশি পাল্লা দিয়ে বাড়ছে সভায় জনজোয়ার।

এদিন দু’টি সভা সারার পর বর্ধমানে জননেত্রীর পদযাত্রায় ভিড় ছিল চোখে পড়ার মতো। মানুষের সেই ভরসা আর বিশ্বাসকে পাথেয় করে তৃণমূল সুপ্রিমোর কড়া বার্তা— তুমি (মোদি) যত আসবে, ততই জিতব। যত দফায় আসবে, তত দফায় জিতব। এখানেই থেমে থাকেননি মমতা। আত্মবিশ্বাসী তৃণমূল প্রধানের দাবি, এখনও পর্যন্ত রাজ্যে ১০টি লোকসভা আসনে ভোট হয়েছে। ১০-এ ১০’ই পাচ্ছি। ৪২-এ ৪২ বলেছি। বিজেপি তোমার নম্বর কিন্তু আসছে না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *