কলকাতা: বিভ্রান্তি ছরাতেই তৃণমূল সুবোধমল্লিক স্কয়ারে ধর্নায় বসেছে বলে তৃণমূলকে কটাক্ষ করেন লকেট চট্টোপাধ্যায়৷ তিনি, জানান চিটফান্ডের টাকায় পুজো করা কমিটিগুলিকে নোটিস ধরিয়েছে আয়কর দপ্তর৷ সব পুজো কমিটিকে আয়কর দপ্তর নোটিস ধরায়নি বলে জানান হুগলীর সাংসদ৷
তাঁর দাবি, শুধুমাত্র কলকাতার ৪০টি পুজো কমিটিকে আয়কর দপ্তর নোটিস ধরিয়েছে৷ তারসঙ্গে পুজো কমিটিগুলি শাসক দলের কাটমানির সঙ্গে যুক্ত বলে জানান মহিলা মোর্চার রাজ্য সভাপতি৷ মঙ্গলবার তৃণমূলের ধর্নায় অংশগ্রহন করা পুজো কমিটি গুলিকেও আক্রমণ করেন তিনি৷
লকেট চট্টোপাধ্যায় বলেন, পুজো কমিটিগুলি পুজোর সময় তোলাবাজি করে৷ পুজোর সময় গ্রাম থেকে আসা বিভিন্ন গরিব মানুষের কাছ থেকে টাকা তোলা হয় বলে অভিযোগ করেন লকেট৷ এদিন তারও তদন্তের দাবি করেন হুগলীর সাংসদ৷ তৃণমূলের বঙ্গজননীর ধর্নাকে পাত্তা দিতে নারাজ বিজেপি। দলের হুগলীর সাংসদ বলেন, বাঙালির প্রীয় পুজো দুর্গা পুজো। দুর্গা পুজো শুধু তৃণমূলের নয়৷ তাই দুর্গা পুজো নিয়ে তৃণমূলের বিভ্রান্তি মানুষ শুনবে না বলে জানান লকেট৷