মোদির বিরুদ্ধে ভোটে লড়তে আগ্রহী প্রিয়াঙ্কা! সোনিয়ার ছাড়পত্রের অপেক্ষা

নয়াদিল্লি: এবার মোদিকে হারাতে প্রিয়াঙ্কার উপর বাজি রাখতে চলেছে কংগ্রেস? জল্পনা পাওয়া গিয়েছিল আগেই৷ এবার সেই জল্পনাকে আরও খুঁচিয়ে তুললেন সোনিয়া তনয়া নিজেই৷ গাজিয়াবাদে এক নির্বাচনী সভা থেকে সরাসরি মোদিকে আক্রমণ করে প্রিয়াঙ্কার মন্তব্য, ‘‘আমি জানতে চাই, গত পাঁচ বছরে আপনি কী করেছেন৷ কী করছেন বারাণসী কেন্দ্রের জন্য?’’ নির্বাচনী প্রচার শেষে সাংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রিয়াঙ্কা৷

27c3a0992f7acb80068dc8a2b83d7b2c

মোদির বিরুদ্ধে ভোটে লড়তে আগ্রহী প্রিয়াঙ্কা! সোনিয়ার ছাড়পত্রের অপেক্ষা

নয়াদিল্লি: এবার মোদিকে হারাতে প্রিয়াঙ্কার উপর বাজি রাখতে চলেছে কংগ্রেস? জল্পনা পাওয়া গিয়েছিল আগেই৷ এবার সেই জল্পনাকে আরও খুঁচিয়ে তুললেন সোনিয়া তনয়া নিজেই৷

গাজিয়াবাদে এক নির্বাচনী সভা থেকে সরাসরি মোদিকে আক্রমণ করে প্রিয়াঙ্কার মন্তব্য, ‘‘আমি জানতে চাই, গত পাঁচ বছরে আপনি কী করেছেন৷ কী করছেন বারাণসী কেন্দ্রের জন্য?’’ নির্বাচনী প্রচার শেষে সাংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রিয়াঙ্কা৷ সেখানেও মোদিকে আক্রমণ করেন৷ এর পরই সাংবাদিক মহল থেকে প্রশ্ন করা হয়, তাহলে কি বারাণসী থেকে লড়ব আমি? স্পষ্ট জবাব না মিললেও দিয়েছেন ইঙ্গিত৷ বারাণসী থেকেই প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে প্রার্থী হতে ইচ্ছুক প্রিয়াঙ্কা গান্ধী, তা ইঙ্গিতে বুঝিয়ে দেন৷

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, প্রিয়াঙ্কা নিজেই  মোদির বিরুদ্ধে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন৷ আজ তকের রিপোর্ট বলছে, বারাণসী থেকে লড়ার ইচ্ছা দলে জানিয়েছেন তিনি৷ তবে, হাইকমান্ড এখনও কিছুই জানায়নি৷ তবে রাজনৈতিক মহলের মতে, প্রিয়াঙ্কা বারাণসী থেকে প্রার্থী হলে, তাঁর বিরুদ্ধে হয়ত প্রার্থী দেবে না মায়াবতী-অখিলেশ জোট৷ সেক্ষেত্রে ভোট ব্যাংকে ফায়দা হবে কংগ্রেস নেত্রীর৷ প্রিয়াঙ্কা নিজেও মনে করেন, গতবারের মতো মোদি হাওয়া আর নেই৷ ফলে, তার জয়ের পথ অনেকটাই কাঁটা মুক্ত৷ আগামী ১৯ মে ভোট বারাণসীতে৷ মনে করা হচ্ছে, মা সোনিয়ার ছাড়পত্র পাওয়ার পর শেষমুহূর্তে প্রিয়াঙ্কার নাম ঘোষণা করে  চমক দিতে পারে কংগ্রেস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *