রাহুলের পর এবার বাংলায় আসছেন প্রিয়াঙ্কা? তুঙ্গে তোড়জোড়

মালদহ: এক সময়ে দলের রাজনৈতিক গড় বলে পরিচিত মালদহেই এবার নির্বাচনী বৈতরণী পার হতে গান্ধী পরিবারের উপরেই ভরসা রাখছে কোতোয়ালি ভবন। রাহুল গান্ধীর জনসভার দিনক্ষণ নিশ্চিত হয়ে যাওয়ার পরে এবার কংগ্রেসের আরেক ট্রাম্প কার্ড প্রিয়াঙ্কা গান্ধীকেও মালদহে লোকসভা নির্বাচনের প্রচারে আনার পরিকল্পনা করছে জেলা কংগ্রেস। এনিয়ে দক্ষিণ মালদহের এমপি আবু হাসেম খান চৌধুরি (ডালু) বিশেষ

রাহুলের পর এবার বাংলায় আসছেন প্রিয়াঙ্কা? তুঙ্গে তোড়জোড়

মালদহ: এক সময়ে দলের রাজনৈতিক গড় বলে পরিচিত মালদহেই এবার নির্বাচনী বৈতরণী পার হতে গান্ধী পরিবারের উপরেই ভরসা রাখছে কোতোয়ালি ভবন। রাহুল গান্ধীর জনসভার দিনক্ষণ নিশ্চিত হয়ে যাওয়ার পরে এবার কংগ্রেসের আরেক ট্রাম্প কার্ড প্রিয়াঙ্কা গান্ধীকেও মালদহে লোকসভা নির্বাচনের প্রচারে আনার পরিকল্পনা করছে জেলা কংগ্রেস।

এনিয়ে দক্ষিণ মালদহের এমপি আবু হাসেম খান চৌধুরি (ডালু) বিশেষ উদ্যোগ নিয়েছেন। এখবর কংগ্রেস শিবিরে ছড়াতেই কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। রাহুল-প্রিয়াঙ্কার জোড়া ফলায় বিরোধীদের অনায়াসে হারিয়ে মালদহের দু’টি লোকসভা কেন্দ্রই কংগ্রেসের দখলে রাখা যাবে বলেই ডালুবাবুর ধারণা। একই সঙ্গে রাহুল গান্ধীকে আরও একবার মালদহে লোকসভা নির্বাচনের প্রচারে আনতে উৎসুক ডালুবাবু।  ১৫ মার্চ সাড়ে তিনটেয় উত্তর মালদহে নির্বাচনী জনসভা করতে আসছেন রাহুল গান্ধী। উত্তর মালদহের রতুয়ার সামসি কলেজ ময়দানেই এই সভা হবে বলে স্থির হয়েছে। বৃহস্পতিবার নিজেই জেলাশাসকের দপ্তরে গিয়ে রাহুল গান্ধীর মালদহ সফর সংক্রান্ত চিঠি দিয়ে আসেন ডালুবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + twenty =