আগ্রা: সততার পথ থেকে সরে এসেছে ভারতীয় জনতা পার্টি। দলের না গণতন্ত্রে আস্থা আছে, না জনতার উপর ভরসা রয়েছে। ভারত বা দেশের জনতার জন্য কী করেছে বলার থেকে পাকিস্তান সম্পর্কে বেশি কথা বলে গেরুয়া শিবির। সোমবার বিজেপিকে এভাবেই আক্রমণ শানালেন প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরা।
এদিন দলের ফতেপুরসিক্রি লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান রাজ বব্বরের হয়ে প্রচারে নামেন প্রিয়াঙ্কা। সেই উপলক্ষে আগ্রায় একটি জনসভা করেন তিনি। আর তার মঞ্চ থেকেই বিজেপির কড়া সমালোচনা করেন উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক। বিজেপি নেতৃত্বাধীন সরকারের গণতন্ত্রে আস্থা নেই জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘না প্রতিষ্ঠান, না জনতা, কারও উপরই আস্থা নেই সরকারের। যদি তারা প্রকৃত জাতীয়তাবাদী হতো, তাহলে সত্যের পথ থেকে সরে আসত না।’