মোদির মতো এত ‘দুর্বল’ প্রধানমন্ত্রী আগে দেখেননি প্রিয়াঙ্কা!

ওয়ানাড় (কেরল): এত ‘দুর্বল’ সরকার ও প্রধানমন্ত্রী আগে কখনও দেখিনি। শনিবার ওয়ানাড় থেকে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। আমেথির পাশাপাশি কেরলের ওয়ানাড় আসন থেকেও এবার ভোটে লড়ছেন রাহুল গান্ধী। দাদার হয়ে এখানে প্রচারে এসে এদিন প্রিয়াঙ্কা ফালাফালা করলেন প্রধানমন্ত্রী মোদি ও তাঁর সরকারকে। পাশাপাশি বললেন, দাদার

মোদির মতো এত ‘দুর্বল’ প্রধানমন্ত্রী আগে দেখেননি প্রিয়াঙ্কা!

ওয়ানাড় (কেরল): এত ‘দুর্বল’ সরকার ও প্রধানমন্ত্রী আগে কখনও দেখিনি। শনিবার ওয়ানাড় থেকে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

আমেথির পাশাপাশি কেরলের ওয়ানাড় আসন থেকেও এবার ভোটে লড়ছেন রাহুল গান্ধী। দাদার হয়ে এখানে প্রচারে এসে এদিন প্রিয়াঙ্কা ফালাফালা করলেন প্রধানমন্ত্রী মোদি ও তাঁর সরকারকে। পাশাপাশি বললেন, দাদার হাতে ওয়ানাড়ের ভবিষ্যৎ নিরাপদ। যোগ দিলেন কৃষকদের এক বিশাল সমাবেশে। সেই কৃষক সমাবেশ থেকে প্রিয়াঙ্কার তোপ, ওরা (বিজেপি) মানুষকে বিভাজিত করার চেষ্টা করছে আর মুখে জাতীয়তাবাদের কথা বলছে। যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কৃষক খালি পায়ে দিল্লিতে সমস্যার কথা জানাতে এলেন, তাঁদের কষ্টের কথা না শুনেই ফিরিয়ে দিলেন। মানুষ যখন আপনাদের বিরুদ্ধে সরব হচ্ছেন, আপনাদের নীতি নিয়ে প্রশ্ন তুলছেন, আপনারা তাঁদের জেলে ভরছেন। মারধর করছেন। এটাই কি জাতীয়তাবাদ? ওয়ানাড়ের বোন ও ভাইয়েরা, গত পাঁচ বছর ধরে দেশের ক্ষমতায় থাকা সরকারের থেকে দুর্বল সরকার আর দেখিনি। আজকের প্রধানমন্ত্রীর থেকে দুর্বল প্রধানমন্ত্রী আর দেখিনি। আমার মতে, এমন একটি সরকার চাই যে সরকার আপনাদের হয়ে কথা বলবে। এদিন প্রিয়াঙ্কা বলেন, আমি এখানে এসেছি বোন হিসেবে। আমার দাদা রাহুলের হয়ে ভোট চাইতে। গত ১০ বছর ধরে ও প্রচুর পরিশ্রম করেছে। ওকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। আমার ঠাকুমাকে যখন হত্যা করা হয়েছিল, তখন আমার বয়স ১২। সাত বছর পরে আমার বাবাকে হত্যা করা হয়। আমাদের চারজনের পরিবার ওই ঘটনায় খুবই আঘাত পেয়েছিল। আমার মাকে অসম্মান করা হচ্ছে। বাবাক শহিদ হওয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু আমরা দু’জনেই ঘৃণার রাজনীতি করি না। প্রধানমন্ত্রী মোদিকে আলিঙ্গন করার সাহস দাদার রয়েছে। আপনারা দাদাকে সমর্থন করুন। ও আপনাদের সঙ্গেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 4 =