বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রী, নববর্ষের বার্তা মমতার

নয়াদিল্লি ও কলকাতা: নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইট করে নববর্ষের শুভেচ্ছা জানান নমো৷ টুইটারে বাংলা ভাষায় মোদি লিখেছেন, ‘‘পয়লা বৈশাখের পূন্য লগ্নে সকলকে শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব ভাল কাটুক।’’ Shubho Nabo Barsho! I pray that the year ahead is filled with joy. May everyone be blessed with good health. pic.twitter.com/w1kUtX1WPS — Chowkidar

বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রী, নববর্ষের বার্তা মমতার

নয়াদিল্লি ও কলকাতা: নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইট করে নববর্ষের শুভেচ্ছা জানান নমো৷ টুইটারে বাংলা ভাষায় মোদি লিখেছেন, ‘‘পয়লা বৈশাখের পূন্য লগ্নে সকলকে শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব ভাল কাটুক।’’

এর আগে দুর্গা পুজো থেকে শুরু করে একাধিক অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে রাজ্যে এসে বাংলায় নিজের ভাষণ শুরু করছেন প্রধানমন্ত্রী। শুধু প্রারম্ভিক সম্ভাসন নয়, যেখানে সভা হচ্ছে সেই এলাকা সম্পর্কেও বাংলায় কয়েকটি কথা বলতে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীকে। রাজনৈতিক মহলের একটা বড় অংশের অনুমান এই শুভেচ্ছা বার্তার অন্য তাৎপর্য আছে।

‌নতুন বছরের সকালেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি টুইটারে এক ভিডিওর মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সোমবার নববর্ষের দিন সকালে এক সুন্দর বার্তার মধ্য দিয়ে তিনি সকল রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 8 =