Aajbikel

হিমাচল প্রদেশে সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন মোদীর

 | 
হিমাচল প্রদেশে সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন মোদীর

নিজস্ব প্রতিনিধি: বারবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে দেশের সুরক্ষা ও সেই কাজে নিয়োজিত সেনাবাহিনীর প্রশংসার কথা শোনা যায়। আর প্রতি বছরের মতো এবারেও সেনাদের পাশে নিয়ে দীপাবলি উৎসবে সামিল হলেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উৎসব কাটানোর জন্য রবিবার মোদী পৌঁছে গিয়েছিলেন হিমাচল প্রদেশের লেপচায়। সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে লেখেন,"হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছলাম দেশের বীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উৎসব পালন করার জন্য।'' এর আগে রবিবার সকালে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, "দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানাই। এই বিশেষ উৎসব সকলের জীবনে আনন্দ, সুখ, শান্তি, সুস্বাস্থ্য নিয়ে আসুক, এই কামনা করি।"  


২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রত্যেক বার দীপাবলি উৎসব পালন করার জন্য সীমান্তে প্রহরারত সেনাবাহিনীদের সঙ্গে সময় কাটানোর জন্য মোদীকে বিভিন্ন সীমান্ত এলাকায় পৌঁছে যেতে দেখা গিয়েছে। ২০১৪ সালে মোদী সিয়াচেনে গিয়েছিলেন সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটানোর জন্য। ২০১৫ সালে পাঞ্জাবের খাসা, ২০১৬ সালে হিমাচল প্রদেশের সুমদো, ২০১৭ সালে জম্মু-কাশ্মীরের গুরেজ ভ্যালি, ২০১৮ সালে উত্তরাখণ্ডের হরশিল, ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের রাজৌরি, ২০২০ সালে রাজস্থানের জয়সলমীর, ২০২১ সালে জম্মু-কাশ্মীরের নৌশেরা আর গত বছর অর্থাৎ ২০২২ সালে কার্গিলে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উৎসব কাটাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই বছরেও তার ব্যতিক্রম হল না।

উল্লেখ্য ক্ষমতায় আসার পর থেকেই বার বার প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে দেশের সুরক্ষার কথা শোনা গিয়েছে। সেই সূত্রে বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে আত্মনির্ভর ভারতের কথা। বর্তমান সময়ের আত্মনির্ভর ভারত বিশ্বের কোনও দেশকেই ভয় পায় না, এই বার্তা বারবার দিয়েছে নয়াদিল্লি। নয়াদিল্লির স্পষ্ট কথা ভারত শান্তিপ্রিয় দেশ, কিন্তু শত্রু দেশ যদি আমাদের দিকে কু-দৃষ্টি দেয় তবে ভারত ছেড়ে কথা বলবে না। আর সেই সূত্রে সদা জাগ্রত দেশের বীর সেনাবাহিনীর কথা বারবার তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে রবিবার হিমাচল প্রদেশের লেপচায় গিয়ে সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে দীপাবলি উৎসব পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Around The Web

Trending News

You May like