বাংলা ভোটে চর্তুমুখী লড়াইয়ের প্রস্তুতি, কে জিতবে বাজি?

কলকাতা: জোট হচ্ছে ধরে নিয়েই এবার চর্তুমুখী লড়াইয়ের প্রস্তুতি শুরু করার প্রস্তাব দিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷ আজ, দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান সাফ জানিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ রায়গঞ্জ ও মুর্শিদাবাদ নিয়ে বামেরা তাদের অবস্থান না বদালালে চর্তুমুখী লড়াইয়ের জন্য প্রদেশ নেতৃত্ব প্রস্তুত বলেও এদিন সাফ জানিয়ে দেওয়া হয়৷ সোমবার

বাংলা ভোটে চর্তুমুখী লড়াইয়ের প্রস্তুতি, কে জিতবে বাজি?

কলকাতা: জোট হচ্ছে ধরে নিয়েই এবার চর্তুমুখী লড়াইয়ের প্রস্তুতি শুরু করার প্রস্তাব দিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷ আজ, দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান সাফ জানিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ রায়গঞ্জ ও মুর্শিদাবাদ নিয়ে বামেরা তাদের অবস্থান না বদালালে চর্তুমুখী লড়াইয়ের জন্য প্রদেশ নেতৃত্ব প্রস্তুত বলেও এদিন সাফ জানিয়ে দেওয়া হয়৷

সোমবার বাম কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কংগ্রেসের জেতা আসনে প্রার্থী দেবে না বামফ্রন্ট! একই ভাবে বামেদের জেতা আসনেও প্রার্থী দিতে পারবে না কংগ্রেস৷ কংগ্রেসের হাত ধরা নিয়ে সমস্যা না থাকলেও আসন সমঝোতা নিতে তৈরি হয়েছে বিতর্ক৷ বাম-কংগ্রেসের জোট নিয়ে বিতর্কের আবহে বেশ লোকসভা নির্বাচনে বেশ কিছু চমক দিতে চলেছে বাংলার ‘লালপার্টি’৷

কিন্তু, বামেদের তরফে রায়গঞ্জ ও মুর্শিদাবাদের জেতা আসন ছাড়তে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হন কংগ্রেস নেতৃত্ব৷ বামেদের সঙ্গে জোট হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চিঠিও লিখলেন প্রদেশ সভাপতি সোমেন মিত্র৷ চিঠিতে সোমেন জানান, বিজেপিকে রুখতে এবং তৃণমূলকে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করতে সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট করা জরুরি। পাশাপাশি রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসন যে কর্মীদের পছন্দের তালিকায় রয়েছে সেটাও জানান সোমেন৷ কিন্তু, বামেদের তরফে গোধরে থাকায় লোকসভা ভোটে চর্তুমুখী লড়াইয়ের প্রস্তাব দেওয়া হয়৷ প্রদেশ নেতৃত্বের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার আগে বাম নেতৃত্বের সঙ্গে আরও একবার কথা বলা হবে বলেও জানান রাহুল গান্ধী৷ তার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও প্রদেশ নেতৃত্বকে আশ্বস্থ করেন রাহুল৷

বাম-কংগ্রেসের যদি জোট না হয়, আর লোকসভা যদি চর্তুমুখী লড়াই হয়, তাহলে ভোট কাটাকাটির সৌজন্যে ফাকতালে গোল দিয়ে দিতে পারে বিজেপি৷ এই আশঙ্কাই এখন ভাবিয়ে তুলতে পারে শাসক শিবিরে৷ মত পর্যবেক্ষক মহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *