কলকাতা: তৃতীয় দফার ভোট প্রস্তুতি নিয়ে আজ, শনিবার জেলাশাসক-পুলিস সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করবেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। কলকাতার সিইও-র দপ্তর থেকেই ভিডিও কনফারেন্স করবেন তিনি। কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কী করা দরকার, সেব্যাপারে নির্দেশ দেবেন পর্যবেক্ষক। বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক কুমার মালদহ যাচ্ছেন। তিনি হেলিকপ্টার না পেয়ে বাগডোগরা হয়ে গাড়িতে করে মালদহ যাবেন। আগামী মঙ্গলবার তৃতীয় দফায় পাঁচটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোট দেবেন ৮০ লক্ষেরও বেশি মানুষ।
বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক শুক্রবারও সকাল সকাল সিইও দপ্তরে চলে আসেন। তিনি সিইও আরিজ আফতাবের চেম্বারেই বসেন। সেখান থেকে দ্বিতীয় দফার ভোটের পর্যালোচনা করেন। কোথাও পুনরায় নির্বাচন করা দরকার কি না, সেব্যাপারে খোঁজখবর নেন। সেখানকার জেলাশাসক, পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগ করেন। আলোচনা করেন সিইও দপ্তরের অফিসারদের সঙ্গে। নদীয়ার নোডাল অফিসার নিখোঁজ হওয়ার ঘটনা সম্পর্কে তিনি জানতে চান। নদীয়ার মতো মিডিয়া ওয়াচ সেকশন থেকে দেওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে খোঁজ নেন।