বিধায়কদের ঘুম উড়িয়ে রিপোর্ট দিচ্ছে প্রশান্তের সংস্থার, তুঙ্গে চর্চা

কলকাতা: ভোটের শতাংশ বাড়লেও আসন বাড়েনি৷ লোকসভা নির্বাচনে কার্যত ‘ভরাডুবি’ হয়েছে তৃণমূলের৷ রকেট গতিতে উত্থান হয়েছে বিজেপির৷ লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল দেখে এবার ২০২১ এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে নয়া কৌশলে এগতে চলেছে তৃণমূল৷ প্রশান্ত কিশোরের সংস্থার রিপোর্টের ভিত্তিতেই এবার বিধায়কদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে বলে খবর৷ আর তাতেই ঘুম উড়েছে তৃণমূল বিধায়কের একাংশের৷

বিধায়কদের ঘুম উড়িয়ে রিপোর্ট দিচ্ছে প্রশান্তের সংস্থার, তুঙ্গে চর্চা

কলকাতা: ভোটের শতাংশ বাড়লেও আসন বাড়েনি৷ লোকসভা নির্বাচনে কার্যত ‘ভরাডুবি’ হয়েছে তৃণমূলের৷ রকেট গতিতে উত্থান হয়েছে বিজেপির৷ লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল দেখে এবার ২০২১ এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে নয়া কৌশলে এগতে চলেছে তৃণমূল৷ প্রশান্ত কিশোরের সংস্থার রিপোর্টের ভিত্তিতেই এবার বিধায়কদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে বলে খবর৷ আর তাতেই ঘুম উড়েছে তৃণমূল বিধায়কের একাংশের৷

জানা গিয়েছে, সংশ্লিষ্ট সমস্ত বিধায়কের পারফরমেন্স রিপোর্ট প্রথম ধাপে তৈরি করে ফেলেছে প্রশান্তের সংস্থা আইপ্যাক৷ সেই রিপোর্ট অতি দ্রুত মুখ্যমন্ত্রী হাতে জমা পড়বে বলে খবর৷ ওই রিপোর্টের ভিত্তিতেই বিধায়কদের নম্বর দেওয়া হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর৷ আর ওই রিপোর্টের ভিত্তিতেই আগামী বিধানসভায় টিকিট পাওয়া নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা৷ পারফরম্যান্স খারাপ হলে টিকিট মেলা নিয়েও দেখা দিতে পারে ধোঁয়াশা৷

জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের ফলাফল খতিয়ে দেখার পর পেশাদার সংস্থা আইপ্যাকের কর্মীরা বিধানসভা ভিত্তিক একাধিক সমীক্ষা চালিয়েছেন৷ মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা কাজে লাগিয়ে নতুন ধারায় জনসংযোগ গড়ে তুলেছে প্রশান্তের সংস্থা৷ সেই সমীক্ষায় উঠে আসতে পারে বিধায়কদের পারফরমেন্স রিপোর্ট৷

তৃণমূল সূত্রে খবর, প্রতিদিন আইপ্যাকেট প্রতিনিধিরা বিধায়কদের উপর নজরদারি চালাচ্ছেন বলে শোনা যাচ্ছে কানাঘুষো৷ বিধানসভা অধিবেশনের ফাঁকে কোন কোন বিধায়ক কাঁদের সঙ্গে কোথায় যাচ্ছেন সেই প্রসঙ্গেও চলছে নাকি নজরদারি! পারফরমেন্স রিপোর্টেও তারও উল্লেখ থাকতে পারে বলে সূত্রের খবর৷ আর সেই রিপোর্টের ভিত্তিতেই এবার পরবর্তী পদক্ষেপ নিতে পারেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *