প্রশান্ত কিশোরের ফেয়ারওয়েল হয়ে যাবে, ভবিষ্যত্‍বাণী দিলীপের

কলকাতা: নজরে পুরসভা নির্বাচন৷ লোকসভা ভোটের ফলাফলের কথা মাথায় রেখে পুরভোটের প্রস্তুতি শুরু করেছে শাসক তৃণমূল৷ তৃণমূল ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকও করেছে ঘাসফুল শিবির৷ এবার শাসক তৃণমূলকে টেক্কা দিতে সাংগঠনিক রণকৌশল নির্ধারণ বৈঠকে বসছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ বৈঠকের আগে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ দিলীপ ঘোষের৷ আজ সল্টলেকের ২ নম্বর সিটি সেন্টার চত্বরে চাচক্রে যোগ দিয়ে তৃণমূল নেত্রীকে

প্রশান্ত কিশোরের ফেয়ারওয়েল হয়ে যাবে, ভবিষ্যত্‍বাণী দিলীপের

কলকাতা: নজরে পুরসভা নির্বাচন৷ লোকসভা ভোটের ফলাফলের কথা মাথায় রেখে পুরভোটের প্রস্তুতি শুরু করেছে শাসক তৃণমূল৷ তৃণমূল ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকও করেছে ঘাসফুল শিবির৷ এবার শাসক তৃণমূলকে টেক্কা দিতে সাংগঠনিক রণকৌশল নির্ধারণ বৈঠকে বসছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ বৈঠকের আগে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ দিলীপ ঘোষের৷

আজ সল্টলেকের ২ নম্বর সিটি সেন্টার চত্বরে চাচক্রে যোগ দিয়ে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘সব কৌশল ফেল হয়ে যাবে৷ এখন হয়তো কিছু দিনের মধ্যে ফেয়ারওয়েল হয়ে যাবে প্রশান্ত কিশোরের৷’’ একই সঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘আমরা চিন্তা বাড়িয়েছি৷ আরও বাড়াব৷ আজ তৃণমূলের সাংগঠনিক বৈঠক করেছে৷ আগামি দিনের রণকৌশল ঠিক করা হবে৷’’

তৃণমূলের আমলে রাজ্যের আইনশৃঙ্খলা বেহাল হয়েছে বলেও অভিযোগ তোলেন দিলীপ৷ আর সেই কারণে মানুষ আর তৃণমূলকে এনে পিছনে তাকাতে চাইছে না বলেও দাবি করেন তিনি৷ তৃণমূলের রণকৌশল বৈঠক নিয়ে বিজেপি ভাবছে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন আত্মবিশ্বাসী দিলীপ৷ রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন, তৃণমূলের বৈঠকের পর আমারা আগামি দিনে আরও চিন্তা বারাবো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *