নয়াদিল্লি: আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের রণকৌশল কী হবে তা নিয়ে জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন প্রশান্ত কিশোর৷ বিধানসভায় মমতার জয় অব্যাহত রাখতে দলের সাংসদদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর এবার নবান্নে টানা এক ঘণ্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর৷ এই দিয়ে তৃতীয় বারের জন্য নবান্নে রুদ্ধদ্বার বৈঠক করলেন ‘ভোট-গুরু’৷ কিন্তু, কী নিয়ে হল আজ বৈঠক, শত চেষ্টার পরও মেলেনি কোনও উত্তর৷
আজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে প্রশান্ত যান নবান্নে৷ বিকেল চারটে নাগাদ শুরু হওয়া বৈঠক শেষ করে পাঁচটা পাঁচ নাগাদ নবান্ন ছাড়েন অভিষেক ও প্রশান্ত৷ বাইরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের তরফে প্রশান্তের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও পাত্তা দেননি নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট৷ হনহন করে কালো রঙের দামী দাড়িতে উঠে যান তিনি৷
West Bengal: Political strategist Prashant Kishor leaves from Nabanna (State Secretariat of West Bengal), TMC MP Abhishek Banerjee is also present with him. pic.twitter.com/J9bTlt8Fmq
— ANI (@ANI) June 27, 2019
অন্ধ্রের পালাবদল ঘটানোর প্রশান্ত কিশোরের ডাক পড়ে বাংলায়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দায়িত্ব পেয়েই তৃতীয়বারের জন্য তৃণমূলই যাতে ক্ষমতায় আসে, তার জন্য কাজ শুরু করে দিয়েছেন প্রশান্ত৷ দিল্লিতে তৃণমূলের সাংসদদের ডেকে বৈঠকও করেছে নিয়েছেন প্রশান্ত৷ যদিও প্রশান্তের সঙ্গে তৃণমূলের চুক্তি কিংবা বৈঠক নিয়ে সরকারিভাবে মুখ খুলছেন না সাংসদরা৷ আর সেই কারণেই দিল্লিতে তৃণমূলের পার্টি অফিস বলে পরিচিত ৬১ সাউথ এভিনিউতে গত ২০ জুন তৃণমূল সাংসদের সঙ্গে প্রশান্ত কিশোরের নিঃশব্দ বৈঠক করেন৷ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়ান, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, চৌধুরি মোহন জাটুয়া, বালুরঘাটের সদ্য প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ সহ আটজন উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর৷