বিজেপিতে যোগ দিলেন মালেগাঁও বিস্ফোরণে মূল অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর

নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে মূল অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর। বুধবার ভোপালে বিজেপি কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন গেরুয়া শিবিরে। বিজেপিতে যোগ দিয়ে ভোপাল থেকে বিজেপি’র টিকিটে কংগ্রেসের দিগবিজয় সিংয়ের বিরুদ্ধে নির্বাচনে লড়ার ইঙ্গিত দেন তিনি। এরপরেই এদিন বিজেপি এক প্রার্থী তালিকা প্রকাশ করে যেখানে প্রজ্ঞাকে ভোপাল থেকে প্রার্থী করল বিজেপি।

বিজেপিতে যোগ দিলেন মালেগাঁও বিস্ফোরণে মূল অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর

নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে মূল অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর। বুধবার ভোপালে বিজেপি কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন গেরুয়া শিবিরে। বিজেপিতে যোগ দিয়ে ভোপাল থেকে বিজেপি’র টিকিটে কংগ্রেসের দিগবিজয় সিংয়ের বিরুদ্ধে নির্বাচনে লড়ার ইঙ্গিত দেন তিনি। এরপরেই এদিন বিজেপি এক প্রার্থী তালিকা প্রকাশ করে যেখানে প্রজ্ঞাকে ভোপাল থেকে প্রার্থী করল বিজেপি। বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি বলেন ‘নির্বাচনে অবশ্যই লড়ব, এবং খুব সহজেই ওই আসনে জয়ী হব।’

প্রসঙ্গত ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁওতে বোমা বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেদিনের ওই ঘটনায় ৭ জনের মৃত্যু হয় এবং প্রায় ১০০ জনের মতো আহত হন। বর্তমানে জামিনে আছেন প্রজ্ঞা।

২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা। এই মুহূর্তে জামিনে মুক্ত তিনি। মামলার শুনানি চলাকালীন ২০১৭-র ডিসেম্বরে তাঁকে মহারাষ্ট্র সংগঠিত অপরাধ আইন (মকোকা) থেকে রেহাই দেয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র বিশেষ আদালত। তবে সন্ত্রাস দমন এবং ইউএপিএ আইনে তাঁর বিরুদ্ধে মামলা চলছে। অপরাধ আইন থেকে রেহাই পাওয়ার পরই রাজনীতিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন সাধ্বী প্রজ্ঞা। দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে ভোপাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে গতমাসেই সংবাদমাধ্যমকে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + six =