ক্ষমতাবানরা আগুন নিয়ে খেলছে: শীর্ষ আদালত

নয়াদিল্লি: প্রধান বিচারপতির বিরুদ্ধে ‘বৃহত্তর ষড়যন্ত্রের’ অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এক সদস্যের এই কমিটির দায়িত্বভার দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি একে পট্টনায়েককে। তার আগে বিচারব্যবস্থার উপর ‘ধারাবাহিক আক্রমণ’ নিয়ে বৃহস্পতিবার তুমুল ক্ষোভ প্রকাশ করেছে ডিভিসন বেঞ্চ। তাৎপর্যপূর্ণভাবে বলেছে, ‘গত কয়েকবছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তাতে আমাদের বলতেই হবে,

ক্ষমতাবানরা আগুন নিয়ে খেলছে: শীর্ষ আদালত

নয়াদিল্লি: প্রধান বিচারপতির বিরুদ্ধে ‘বৃহত্তর ষড়যন্ত্রের’ অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এক সদস্যের এই কমিটির দায়িত্বভার দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি একে পট্টনায়েককে। তার আগে বিচারব্যবস্থার উপর ‘ধারাবাহিক আক্রমণ’ নিয়ে বৃহস্পতিবার তুমুল ক্ষোভ প্রকাশ করেছে ডিভিসন বেঞ্চ। তাৎপর্যপূর্ণভাবে বলেছে, ‘গত কয়েকবছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তাতে আমাদের বলতেই হবে, এমন ঘটনা ঘটলে, আমাদের অস্তিত্বই আর থাকবে না।’ গত বছর ১২ জানুয়ারি, ‘বিপন্ন গণতন্ত্র’ বলে শীর্ষ আদালতের চার বিচারপতির মুখ খোলার রেশ ধরেই বেঞ্চের এই পর্যবেক্ষণ বলে মনে করছেন প্রবীণ আইনজীবীরা।

এখানেই না থেমে, ডিভিসন বেঞ্চ এদিন সখেদে বলেছে, ওরা ‘আগুন নিয়ে খেলছে’। ওরা মানে ধনী, ক্ষমতাবানরা। তীব্র ক্ষোভ উগরে দিয়ে বেঞ্চের বক্তব্য, ‘দেশের ধনী ও ক্ষমতাবানরা কি মনে করেন, তারা রিমোট কন্ট্রোলে চালাবেন সুপ্রম কোর্টকে?’ প্রশ্ন তুলে শীর্ষ আদালত নিজেই তার জবাব দিয়েছে, ‘সময় এসেছে, যখন এদেশের ধনী ও ক্ষমতাবানদের উদ্দেশে আমাদের বলতেই হচ্ছে, আপনাদের কথায় আদালত চলবে না।’ যোগ করেছে, ‘মনে করবেন না এই গ্রহের কোনও প্রান্ত থেকে রিমোট কন্ট্রোলে আদালত চলবে, তা সে রাজনৈতিক শক্তিই হোক আর অর্থনৈতিক শক্তি।’ বেঞ্চের প্রধান অরুণ মিশ্র বলেছেন, বিচারব্যবস্থার উপর গত কয়েকবছর ধরে ‘চলছে ধারাবাহিক আক্রমণ, এই প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করতে চলছে ধারাবাহিক খেলা।’ গত বছরের বিচারপতিদের বিদ্রোহের কথা উল্লেখ না করেও বলেছেন, সত্য এখনও প্রকাশ হয়নি। ‘মানুষের সত্য জানা উচিত। এটা চলছে, আর একে থামাতেই হবে।’

দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে শীর্ষ আদালতেরই এক প্রাক্তন মহিলা কর্মী যৌন হেনস্তার অভিযোগ আনা থেকেই ঘটনার শুরু। তারপরেই উৎসব সিং বইন্স নামে একজন আইনজীবী অভিযোগ করেন, প্রধান বিচারপতিকে কালিমালিপ্ত করতে ‘ষড়যন্ত্র’ চলছে। এই ষড়যন্ত্রের অংশ হওয়ার জন্য তাঁকে দেড় কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান তিনি। শুধু তাই নয়, ষড়যন্ত্রের সমস্ত তথ্যপ্রমাণ-সহ আদালতে একটি হলফনামাও পেশ করেন। সেই অভিযোগই আজ খতিয়ে দেখে বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি আরএফ নরিম্যান এবং বিচারপতি দীপক গুপ্তের ডিভিশন বেঞ্চ। এরপরেই এক-সদস্যের ডিভিশন বেঞ্চ গড়ার নির্দেশ দেয় বেঞ্চ। সেইসঙ্গেই বেঞ্চ সিবিআই, আইবি’র অধিকর্তা সহ দিল্লির পুলিশ কমিশনারকে তদন্তের সময় প্রয়োজনীয় সহযোগিতা করতে বলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + nine =