ভোট পরবর্তী হিংসা ঠেকাতে আরও দু’সপ্তাহ থাকবে বাহিনী! কড়া নির্দেশ কমিশনের

নিজস্ব প্রতিনিধি:  লোকসভা নির্বাচন পর্বে পশ্চিমবঙ্গে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। যদিও সাত দফার নির্বাচনে বেশ কিছু জায়গায় রক্ত ঝরেছে। তবে গত পঞ্চায়েত নির্বাচনে যে রক্তক্ষয়ী…

west bengal bypoll post-election violence prevention Lok Sabha Elections 2024 Exit poll results political tactics in Bengal

নিজস্ব প্রতিনিধি:  লোকসভা নির্বাচন পর্বে পশ্চিমবঙ্গে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। যদিও সাত দফার নির্বাচনে বেশ কিছু জায়গায় রক্ত ঝরেছে। তবে গত পঞ্চায়েত নির্বাচনে যে রক্তক্ষয়ী পরিস্থিতি দেখা গিয়েছিল বাংলা জুড়ে, তার পুনরাবৃত্তি হয়নি লোকসভা ভোটে।

ভোট পরবর্তী হিংসা Election Violence

কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর কলকাতা থেকে জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠে আসছে। এই পরিস্থিতিতে ভোট পরবর্তী হিংসা যাতে কোথাও আর না হয় সেই লক্ষ্যে ভোট গণনার দু’সপ্তাহ পরেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশন জানিয়ে দিয়েছে, আগামী ১৯ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্পর্শকাতর এলাকায় থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোন জায়গায় কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে প্রাথমিকভাবে সেটিও ঠিক করা হয়েছে বলে খবর।

রাজ্যের নানা প্রান্তে অশান্তি

ঘটনা হল গত শনিবার সপ্তম তথা শেষ দফা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরই রাজ্যের নানা প্রান্তে অশান্তি শুরু হয়েছে। ভোট পরবর্তী হিংসায় নদিয়ায় এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া ভোট মিটতেই কলকাতা তথা জেলার নানা প্রান্তে বিরোধী দলের কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। প্রত্যেকটি ক্ষেত্রে শাসকদলের দিকে অভিযোগের আঙুল থাকলেও তা অবশ্য অস্বীকার করেছে তৃণমূল।

চিন্তিত কমিশন Violence control

স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে চিন্তিত কমিশন। সেই সূত্রে কমিশনের সিদ্ধান্ত, ভোট পরবর্তী হিংসা যাতে আর মাথাচাড়া না দেয় তার জন্য গণনার পর দু’সপ্তাহ পর্যন্ত রেখে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী। এ বিষয়ে সোমবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক সম্মেলনে বলেছেন,

“পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে ফল ঘোষণার পরেও বেশ কিছুদিন কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হবে। তবে সেই কেন্দ্রীয় বাহিনী সংশ্লিষ্ট রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকবে। কারণ আইনশৃঙ্খলা রক্ষার ভার থাকে রাজ্য প্রশাসনের উপরেই। আমাদের আশা কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে রাজ্য সরকারগুলি ভোট পরবর্তী হিংসা সহজেই বন্ধ করতে পারবে।”

 

কেন্দ্রীয় বাহিনী Security deployment

গত শুক্রবার রীতিমতো বিজ্ঞপ্তি করে নির্বাচন কমিশন জানিয়েছিল ৪ জুন ভোটের ফল প্রকাশের পর ৬ জুন পর্যন্ত রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হবে। এর মধ্যে বিএসএফ, সিআরপিএফ, এসএসবি’র একাধিক ব্যাটেলিয়ন থাকবে। তবে গণনার পর দু’দিন নয়, আরও বেশিদিন রেখে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী।

 

ধারাবাহিক সন্ত্রাস

একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের নানা প্রান্তে ধারাবাহিকভাবে সন্ত্রাসের ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় বহু রাজনৈতিক কর্মীর। সেই ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনার তদন্ত করছে সিবিআই। বিজেপির অভিযোগ একুশের নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের নানা জেলায় তাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের হাতে। তবে তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে একুশের নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপির বহু কর্মী সমর্থক দীর্ঘদিন ঘরছাড়া হয়েছিলেন।

বিরোধীরা আক্রান্ত

সন্ত্রাসের বলি হয়েছিলেন বিজেপির একাধিক কর্মী সমর্থক। আর চব্বিশের লোকসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেও নানা জায়গায় বিরোধীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। এরপরই বেশি সময় ধরে বাহিনী রাখার সিদ্ধান্ত নিল কমিশন। এই দাবি বহু আগেই কমিশনের কাছে জানিয়েছিল বিরোধীরা। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে বিরোধীরা। রাজনৈতিক মহল মনে করছে কমিশনের এই সিদ্ধান্তে ভোট পরবর্তী হিংসা বন্ধ করা যাবে। তাই এবার কোন জেলায় কত বাহিনী মোতায়েন করা হয় সেটাই দেখার।

 

Politics: To curb post-election violence, central forces will remain in West Bengal for two more weeks. Election Commission mandates heightened security in sensitive areas to maintain peace following Lok Sabha election results.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *