শুধু দিলীপ নন, আগেও রাজনৈতিক নেতাদের বিয়ে নিয়ে তুফান উঠেছিল চায়ের কাপে!

Political Wedding কলকাতা: ৬১ বছর বয়সে রাজনীতির আসর থেকে সোজা বিয়ের আসরে বিজেপির ‘পোস্টার বয়’ দিলীপ ঘোষ। রিঙ্কু মজুমদারের সাথে আজ বিকেলেই সাত পাকে বাঁধা…

Dilip Ghosh Marriage

Political Wedding

কলকাতা: ৬১ বছর বয়সে রাজনীতির আসর থেকে সোজা বিয়ের আসরে বিজেপির ‘পোস্টার বয়’ দিলীপ ঘোষ। রিঙ্কু মজুমদারের সাথে আজ বিকেলেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বঙ্গ বিজেপির দাপুটে এই নেতা। দিলীপের নিউটাউনের বাড়িতেই বৈদিক মতে ও আইনি রেজিস্ট্রি করে বিবাহ সম্পন্ন করবেন দিলীপ-রিঙ্কু। ষাটোর্ধ্ব বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ের খবর সামনে আসতেই বঙ্গ রাজনীতিতে এখন রীতিমত ‘চায়ের কাপে তুফান।’ তবে দিলীপ ঘোষ একা নন, রাজনীতির ময়দানের এমন বহু ব্যক্তিত্বই রয়েছেন যাদের বিয়ে নিয়ে একটা সময় চর্চা শুরু হয়েছিল গলি থেকে রাজপথ সর্বত্রই।

ডক্টর বি.আর আম্বেদকর : ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি.আর আম্বেদকর নিজের জীবন উৎসর্গ করেছিলেন সমাজ কল্যাণে। প্রাচীন ভারতীয় সমাজের রীতি অনুযায়ী মাত্র ১৫ বছর বয়সে ডঃ বি আর আম্বেদকর বিবাহ বন্ধনে আবদ্ধ হন রমাবাইয়ের সাথে। তবে প্রথম স্ত্রীর মৃত্যুর পর ৫৭ বছর বয়সে ৩৯ বছর বয়সী ড: সারদা কবীরর সাথে ফের বৈবাহিক সূত্রে আবদ্ধ হন ভারতীয় সংবিধানের স্রষ্টা।

Dilip Ghosh Marriage

দিগ্বিজয় সিং: জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং-এর বিয়ের খবর সামনে আসতেই হইচই পড়ে যায় জাতীয় রাজনীতিতে। ৬৭ বছর বয়সে অমৃতা রাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। নিজের থেকে বয়সে অনেকটাই ছোট পেশায় সাংবাদিক অমৃতার সাথে কংগ্রেস নেতার বিয়ে নিয়ে জলঘোলা হয়েছিল অনেকটাই।

সুদীপ বন্দ্যোপাধ্যায় : বঙ্গ রাজনীতিতে অন্যতম পরিচিত ব্যক্তিত্ব সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান এই সাংসদ ৫০ বছর বয়সে বিবাহ সূত্রে আবদ্ধ হন জনপ্রিয় টলি নায়িকা নয়না দাসের সাথে।

লক্ষণ শেঠ : বাম আমলের দাপুটে নেতা লক্ষণ শেঠ কিছু বছর আগেই ৭৭ বছর বয়সে এসে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন ৪২ বছর বয়সী মানসী দে-র সাথে।

Dilip Ghosh’s Political Wedding

প্রিয়রঞ্জন দাশমুন্সি: জাতীয় কংগ্রেসের জনপ্রিয় মুখ প্রিয়রঞ্জন দাশমুন্সি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ৫০ পেরিয়ে দীপা দাশমুন্সির সাথে গাঁটছড়া বাঁধেন প্রয়াত এই কংগ্রেস নেতা। প্রিয়রঞ্জন-দীপার সম্পর্ক নিয়েও বেশ আলাপ-আলোচনা হয়েছিল সেই সময়ে।

আরও পড়ুন-

Kesari 2 Movie Review: মুক্তি পেল কেশরী চ্যাপ্টার ২, দর্শকদের মন জিততে পারলেন অক্ষয়?

শুক্রের সন্ধ্যায় ছাদনাতলায় ৬০-এর দিলীপ! পাত্রীর পরিচয় জানেন?

Infosys q4 results: কেমন হল Infosys-র চতুর্থ ত্রৈমাসিকের ফল?

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলল কেশরী ২, কত টাকা আয় জানেন?

Zaheer Khan: ভিনধর্মে বিয়ে! জাহির খানের হাতে কন্যাকে তুলে দেওয়া নিয়ে কী বলেছিলেন বাবা-মা?