ভোট গণনার মধ্যেই রাজনৈতিক হিংসা, বিরোধী এজেন্টদের হুমকি

কলকাতা: আশঙ্কা ছিল৷ ইভিএম খোলার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক হিংসার খবরে চাঞ্চল্য ছড়াল উত্তরবঙ্গে৷ বৃহস্পতিবার গণনা চলাকালীন রাজনৈতিক হিংসায় সকাল থেকেই উত্তাল কোচবিহারের মাথাভাঙায়৷ হাজরাহাটে তৃণমূলের দপ্তর ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে৷ মাথাভাঙ্গা ব্লক ১-এর হাজরাহাট ২ অঞ্চলের পশ্চিমখাটের বাড়ি ২২৫ নম্বর বুথের ফালারডাঙ্গায় তৃনমূলের দপ্তর ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ৷ অন্যদিকে, যাদবপুরে গণনা কেন্দ্র থেকে বিরোধী

ভোট গণনার মধ্যেই রাজনৈতিক হিংসা, বিরোধী এজেন্টদের হুমকি

কলকাতা: আশঙ্কা ছিল৷ ইভিএম খোলার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক হিংসার খবরে চাঞ্চল্য ছড়াল উত্তরবঙ্গে৷ বৃহস্পতিবার গণনা চলাকালীন রাজনৈতিক হিংসায় সকাল থেকেই উত্তাল কোচবিহারের মাথাভাঙায়৷ হাজরাহাটে তৃণমূলের দপ্তর ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে৷

মাথাভাঙ্গা ব্লক ১-এর হাজরাহাট ২ অঞ্চলের পশ্চিমখাটের বাড়ি ২২৫ নম্বর বুথের ফালারডাঙ্গায় তৃনমূলের দপ্তর ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ৷ অন্যদিকে, যাদবপুরে গণনা কেন্দ্র থেকে বিরোধী এজেন্টদের হুমকি দিয়ে বার করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনাস্থলে সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =