ডোমকল: তৃতীয় দফার নির্বাচনে এযেন ঠিক উলটপুরাণ৷ বিরোধীরা যখন অবাধ ভোটের দাবিতে দিনরাত এক করে কমিশনে গিয়ে নালিশ ঠুকে আসে, ঠিক তখন রাজ্য পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন খোদ তৃণমূল প্রার্থী৷ পুলিশের বিরুদ্ধেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দিলেন মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের৷
রাজ্য পুলিশের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে আবু তাহেরের অভিযোগ, ‘‘ভোটারের বাড়ি বাড়ি গিয়ে বুথে নিয়ে যাচ্ছে পুলিশ৷ রাজ্য পুলিশ নিরপেক্ষ ভূমিকা দেয়নি৷ কেন্দ্রীয় বাহিনীকে হাতে পেয়ে পুলিশও দাপিয়ে কাজ করেছে৷ পুলিশ প্রমাণ করতে চাইছে, তারা রাজ্য সরকারি কর্মী নয়, নির্বাচন কমিশনের লোক৷ রাজ্য পুলিশের ভূমিকা আমাদের কাছে সঠিক বলে মনে হচ্ছে না৷’’
তাঁর আরও দাবি, ‘‘আজ ডোমকল পুর এলাকাতে পুলিশকে দেখলাম বাড়ি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এজেন্ট বসাচ্ছে। বাড়ি বাড়ি থেকে ভোটারদের ডেকে নিয়ে গিয়ে ভোট দেওয়ানো হচ্ছে। তারা যেন দায়িত্বই নিয়ে নিয়েছে, এখানে বিজেপিকে, কোথাও কংগ্রেসকে জেতাবে৷ পুলিশ রাজ্য সরকারের হলেও জানি না তারা কেন আজকে এরকম অসহযোগিতা করল আমাদের সঙ্গে। আমরা বদলা নিতে পারতাম৷ কিন্তু আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চেয়েছি৷ কিন্তু, পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ করেনি৷’’