জলকামান, কাঁদানে গ্যাস, লাঠি চালিয়ে বিজেপিকে রুখল পুলিশ

কলকাতা: ফের বিজেপি কর্মীদের রাজপথে রুখে দিল কলকাতা পুলিশ৷ বিদ্যুতের মাশুল কমানোর দাবি জানিয়ে আজ ছিল যুব মোর্চার কর্মসূচি৷ বিদ্যুৎ দপ্তর ঘেরাও কর্মসূচির জেরে রণক্ষেত্র হয়ে ওঠে সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর৷ জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়ে বিজেপিকে ছত্রভঙ্গ পুলিশের৷ চাঁদনিচকে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তধস্তির জেরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ৷

জলকামান, কাঁদানে গ্যাস, লাঠি চালিয়ে বিজেপিকে রুখল পুলিশ

কলকাতা: ফের বিজেপি কর্মীদের রাজপথে রুখে দিল কলকাতা পুলিশ৷ বিদ্যুতের মাশুল কমানোর দাবি জানিয়ে আজ ছিল যুব মোর্চার কর্মসূচি৷ বিদ্যুৎ দপ্তর ঘেরাও কর্মসূচির জেরে রণক্ষেত্র হয়ে ওঠে সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর৷ জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়ে বিজেপিকে ছত্রভঙ্গ পুলিশের৷

চাঁদনিচকে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তধস্তির জেরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ৷ ইতিমধ্যেই এক পুলিশ কর্মী গুরুতর ভাবে আহত হয়েছেন বলে৷ পাল্টা পুলিশের মারে মাথা ফেটেছে এক বিজেপি কর্মীর৷ কম-বেশি ৫০ জন বিজেপি কর্মী জখম হয়েছেন বলে খবর৷

আজ সিএসসির বিদ্যুৎ দপ্তর ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির যুব মোর্চার৷ কর্মসূচি ঘিরে চাঁদনিচক চত্বরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ বাঁধে৷ বিক্ষোভকারীদের হঠাতে জলকামান, টিয়ার গ্যাসের শেল, লাঠিচার্জ করে পুলিশ৷ পাল্টা বিজেপি কর্মীদের ছোড়া ইটের ঘায়ে গুরুতর জখম পুলিশকর্মী৷ পুলিশের মারে জখম অন্তত ৫০ জন বিজেপি কর্মী৷ গ্রেপ্তার বহু৷ রাজ্যজুড়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ এসএসসির দপ্তর ঘেরাও কর্মসূচি ছিল যুব মোর্চার৷

বিজেপির অভিযোগ, এই মুহূর্তে গোটা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বিদ্যুতের দাম৷ গ্রাহকদের থেকে অতিরিক্ত মাশুল নেওয়া হয় বলেও অভিযোগ গেরুয়া শিবিরের৷ অবিলম্বে বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়ে আজ বুধবার কলকাতার ভিক্টোরিয়া অফিস ঘেরাও কর্মসূচির ডাকা হয় যুব মোর্চার তরফে৷ কিন্তু, ধর্মতলার অভিমুখে মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ৷ করা হয় ব্যারিকেড৷ ভিক্টোরিয়া হাউসে যাওয়ার আগে পুলিশ-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে৷ জখম হন বহু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =