বিজেপির কর্মসূচি রুখতে লাঠিচার্জ পুলিশের, চোখ খোয়াতে বসেছেন কর্মী

মেদিনীপুর: আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলতেই বিজেপি কর্মীদের উপর বেপরোয়া লাঠিচার্জ পুলিশের৷ পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ও আইন অমান্য ঘিরে রণক্ষেত্র মেদিনীপুর টাউনের এলআইসি মোড়ে৷ অভিযোগ, পুলিশের মারে চোখ খোয়াতে বসেন এক বিজেপি কর্মী৷ ঘটানায় বেশ কয়েকজন জখম হবে খবর৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ও আইন অমান্য কর্মসূচির ডাক দেয়

বিজেপির কর্মসূচি রুখতে লাঠিচার্জ পুলিশের, চোখ খোয়াতে বসেছেন কর্মী

মেদিনীপুর: আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলতেই বিজেপি কর্মীদের উপর বেপরোয়া লাঠিচার্জ পুলিশের৷ পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ও আইন অমান্য ঘিরে রণক্ষেত্র মেদিনীপুর টাউনের এলআইসি মোড়ে৷ অভিযোগ, পুলিশের মারে চোখ খোয়াতে বসেন এক বিজেপি কর্মী৷ ঘটানায় বেশ কয়েকজন জখম হবে খবর৷

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ও আইন অমান্য কর্মসূচির ডাক দেয় বিজেপি৷ নেতৃত্বে ছিলেন বেজেপি নেত্রী ভারতী ঘোষ ও সায়ন্তন বসু৷ সভা শুরু হওয়ার পরেই সভাস্থল ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে বিরাট পুলিশ বাহিনী। সভাস্থলে জমায়েত হওয়া বিজেপি কর্মীরা প্রথম ব্যারিকেড ভেঙে এগোতে চেষ্টা করলে দ্বিতীয় ব্যারিকেডের মুখে তাঁদের বাঁধা দেয় পুলিশ৷

বচসা পরিবর্তিত হয় হাতাহাতিতে৷ বিজেপি সমর্থকদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট। পুলিশ কালবিলম্ব না করে শুরু করে লাঠিচার্জ, ফাটায় কাঁদানে গ্যাসের সেল। অন্তত ১০০ জন বিজেপি কর্মী জখম ও ৩৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। ভারতী ঘোষ অভিযোগ করেছেন, বিজেপি-র শান্তিপূর্ণ মিছিলে বিনা প্ররোচনায় লাঠিচার্জ করেছে পুলিশ৷ এক বিজেপির চোখে গুরুতর আঘাত লেগেছে৷ রাজ্যে দমন মূলক সরকার চলছে বলেও জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *