মহুয়ার ‘প্রচারে’ থানার ওসি! বিজেপিকে প্যাঁচে ফেললেন সাংসদ

কলকাতা: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি দায়ের করতে গিয়ে এবার উল্টে অস্বস্তিতে পড়ল বঙ্গ বিজেপি৷ করিমপুর উপনির্বাচনে ওসিকে নিয়ে মহুয়া মৈত্রের প্রচারের অভিযোগ তোলে বিজেপি৷ অবিলম্বে অভিযুক্ত ওসিকে সরানোর দাবি নির্বাচন কমিশনের৷ পাল্টা, বিজেপির বিরুদ্ধে কমিশনে গুরুতর অভিযোগ তৃণমূল সাংসদের৷ কমিশনে বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সংবাদ মহুয়া মৈত্রের দাবি, যে ছবি বিজেপি

3de3b8d687f14097fa42e8924d96c74a

মহুয়ার ‘প্রচারে’ থানার ওসি! বিজেপিকে প্যাঁচে ফেললেন সাংসদ

কলকাতা: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি দায়ের করতে গিয়ে এবার উল্টে অস্বস্তিতে পড়ল বঙ্গ বিজেপি৷ করিমপুর উপনির্বাচনে ওসিকে নিয়ে মহুয়া মৈত্রের প্রচারের অভিযোগ তোলে বিজেপি৷ অবিলম্বে অভিযুক্ত ওসিকে সরানোর দাবি নির্বাচন কমিশনের৷ পাল্টা, বিজেপির বিরুদ্ধে কমিশনে গুরুতর অভিযোগ তৃণমূল সাংসদের৷

কমিশনে বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সংবাদ মহুয়া মৈত্রের দাবি, যে ছবি বিজেপি প্রচার করছে, তা ভোটের প্রচারের ছবি নয়৷ মিথ্যে প্রচার করা হচ্ছে৷ তাঁর দাবি, ‘‘গত ১৮ অক্টোবর আমি ওই ছবিটি পোস্ট করেছিলাম৷ আমরা ওই সময় কোনও ভোটার প্রচারে করছিলাম না৷ আমার অ্যাকাউন্ট হ্যাক করে ছবিটি নেওয়া হয়েছে৷ আমি বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নির্বাচন কমিশন৷ এটা শাস্তি যোগ্য অপরাধ৷’’

অন্যদিকে, বিজেপির অভিযোগের ভিত্তি খতিয়ে দেখতে জেলা শাসকের কাছে অভিযুক্ত ওসির রিপোর্ট চাওয়া হয়েছে৷ করা হয়েছে শো-কজ৷ আজ, বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন সাংসদ৷

থানার ওসিকে নাকি তৃণমূল কংগ্রেসের প্রচারে দেখা যাচ্ছে৷ করিমপুর বিধানসভার উপনির্বাচনে এই অভিযোগ উঠেছে৷ থানারপাড়া থানার ওসি সুমিত কুমার ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি৷ তাঁর অপসারণ দাবি করা হয়েছে৷

বিজেপি নির্বাচন ম্যানেজমেন্ট কমিটির তরফে শিশির বাজরিয়া রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারিককে চিঠি দিয়ে যা জানিয়েছেন, থানাপাড়ার ওসি’কে নিয়মিত কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে তৃণমূল প্রার্থীর জন্য প্রচারে দেখা যাচ্ছে৷ এদিকে এলাকায় নির্বাচন বিধি চালু হয়ে গিয়েছে৷ এই ঘটনা ভোটারদের প্রভাবিত করতে পারে৷ নির্বাচন আচরণবিধিকেও ভাঙছে৷

মহুয়ার ‘প্রচারে’ থানার ওসি! বিজেপিকে প্যাঁচে ফেললেন সাংসদ

এই বিধানসভা কেন্দ্রটিতে ২০১৯ লোকসভা নির্বাচনের প্রাপ্ত ভোটের নিরিখে বিচার করলে দেখা যাবে যে, তৃণমূল প্রার্থী আবু তাহের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির হুমায়ুন কবীরের তুলনায় ১৪৩৪০ ভোটে এগিয়ে ছিলেন৷ আবু তাহের পেয়েছিলেন ৮৭৫১৩ টি ভোট৷ অন্যদিকে, হুমায়ুন কবীর পেয়েছিলেন ৭৩১৭৩ টি ভোট৷ সিপিএমের বদরুদ্দোজা খান এই কেন্দ্রে মাত্র ১৭৬০৯ টি ভোট পেয়েছিলেন৷ অন্যদিকে কংগ্রেস প্রার্থী আবু হেনার প্রাপ্ত ভোট ছিল ২২০৯৭ টি৷ সেক্ষেত্রে যদি, কংগ্রেস-বামফ্রন্ট জোট হত, তাহলে তাদের প্রাপ্ত ভোট দাঁড়াত, ৩৯৭০৬টি৷ ওই ভোট নিয়ে তৃণমূল বা বিজেপি প্রার্থীকে চ্যালেঞ্জ করার কথা ভাবা যায় না৷

সেক্ষেত্রে এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের সম্ভাবনা কম৷ বাম-কংগ্রেস জোট প্রার্থীর তৃণমূলের মূল লড়াই৷ বিজেপি চাইবে, তাদের ৭৩ হাজার ভোটকে বাড়িয়ে নিয়ে যেতে৷সংখ্যা লঘু অধ্যুষিত এলাকায় গেরুয়া শিবিরের সেরকম সংগঠন না থাকা সত্ত্বেও লোকসভায় তারা ভালো লড়াই করেছে৷

মহুয়ার ‘প্রচারে’ থানার ওসি! বিজেপিকে প্যাঁচে ফেললেন সাংসদ
নির্বাচন কমিশনকে দেওয়া বিজেপির অভিযোগ৷ ছবির সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম৷

তৃণমূলও এই এলাকায় নিজেদের সংগঠনকে মজবুত রাখছে৷ লোকসভা নির্বাচনে রানাঘাট বা মুর্শিদাবাদের কোনো কোনও জায়গাতেই বিজেপি জিততে পারেনি৷ কিন্তু, সংখ্যালঘু ভোটব্যাংক-এর দিকে তাকিয়ে এবার বিজেপি সেই এলাকা গুলিতে আগেই প্রচার শুরু করেছে৷

তবে উল্লেখযোগ্য বিষয় এই যে, থানারপাড়ার ওসির বিষয়টি প্রথমে সিপিএমের চোখে পড়ে৷ ওই এলাকায় সিপিএম প্রার্থী কংগ্রেসের সমর্থনে লড়াই করছেন৷ সিপিএমও বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *