পানশালা : বিতর্কিত পানশালার মালিক তথা পলাতক তৃণমূল নেতা ধরম পাসোয়ানের একটি বাড়িতে বৃহস্পতিবার রাতে তল্লাশি চালাল কোতোয়ালি থানার পুলিশ। তল্লাশির পর সেই বাড়িটি সিল করে দেয় তাঁরা।
গত মঙ্গলবার রাতে জলপাইগুড়ির থানা রোডের ওই তৃণমূল নেতার পানশালায় অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ১৩জন তরুণী। গ্রেফতার করা হয় পানশালার ২৮জন কর্মীকে। ওই পানশালায় তরুণীদের দিয়ে জোর করে অবৈধ কাজকর্ম করানো হত।
পাশাপাশি পানশালার লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ হয়ে গিয়েছিল বলে অভিযোগ। এরপর থেকেই পলাতক ওই তৃনমূল নেতা। তদন্তে নেমে পানশালার ৩ কর্মীকে হেফাজতে নেয় পুলিশ। তাঁদের জেরা করেই তৃণমূল নেতার এই গোপন ডেরার খোঁজ পায় পুলিশ। এই বাড়িটিতেই বিভিন্ন জায়গা থেকে আনা তরুণীদের রাখা হত বলে জানতে পেরেছে তদন্তকারী আধিকারিকরা। তাই পানশালার মতো বাড়িটিও সিল করেছে পুলিশ। আপাতত জলপাইগুড়ির ওই তৃণমূল নেতা ধরম পাসোয়ানকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।