বারাসত: বাংলার নির্বাচনে ভিনরাজ্য থেকে বিজেপি লোক ঢোকাচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসত শহরের একটি হোটেলে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্য থেকে বিজেপির প্রায় ২০-২৫ জন কর্মী আসায় শোরগোল শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এলাকায় অশান্তি পাকানোর জন্যই বিজেপি ভিনরাজ্য থেকে ওই বহিরাগতদের এনেছে। তাই এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিসকেও বিষয়টি জানানো হচ্ছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, দলের কেন্দ্রীয় নেতৃত্বের বিভিন্ন সভা ও মিটিংয়ের সমন্বয় সাধন করার জন্যই বাইরের রাজ্য থেকে ওই কার্যকর্তারা এসেছেন। কিন্তু, শাসকদল তাঁদের হোটেল থেকে বের করে দেওয়ার জন্য চক্রান্ত শুরু করছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক ধরেই এলাকার লোকজন লক্ষ্য করেন ভিনরাজ্যের লোকজন ওই হোটেলে এসে রয়েছেন। তাঁরা হিন্দিতে কথা বলছেন। বিভিন্ন সময়ে হোটেল থেকে বের হচ্ছেন। আবার ঢুকছেন। রবিবার এলাকার লোকজনই বিষয়টি তৃণমূল নেতৃত্বকে জানায়। তারপরই শোরগোল ছড়ায়। রবিবার রাতে শহরের ওই হোটেলে পুলিস হানাও দিয়েছিল। সোমবার সন্ধ্যাতেও সেখানে পুলিস যায়। যদিও জেলা পুলিসের এক পদস্থ আধিকারিক বলেন, আমরা রুটিনমাফিক হোটেলগুলিতে তল্লাশি করছি। ওই হোটেলেও গিয়েছিলাম। কারা এসে থাকছে, কী কারণে এসেছে, প্রভৃতি বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।