বোলপুর: ফের অনুব্রত মণ্ডলের দুর্গে বিস্ফোরণ৷ মল্লারপুরের পর এবার লাভপুর বিস্ফোরণের জেরে উড়ে গেল গোটা স্বাস্থ্যকেন্দ্র৷ শক্তিশালী বিস্ফোরণের জেরে ধূলিস্মাৎ উপ স্বাস্থ্যকেন্দ্রের একটি ঘর৷ লাভপুর থানার দাঁড়কা গ্রামের এই ঘটনায় শাসক-বিরোধী চাপানউতর শুরু হয়েছে গিয়েছে৷ চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ শাসক দলের৷ রাজ্য পুলিশকে এড়িয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি বিজেপির৷
জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা৷ বিস্ফোরণে কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও এলাকায় ছড়িয়েছে আতঙ্ক৷ অভিযোগ, ওই উপ স্বাস্থ্যকেন্দ্রের কাছেই রয়েছে পুলিশ ফাঁড়ি৷ ফলে প্রশ্ন উঠছে, পুলিশ ফাঁড়ি চত্বরে কীভাবে ঘটল এই বিস্ফোরণ৷ বিস্ফোরণ সামগ্রী কীভাবে এল উপ স্বাস্থ্যকেন্দ্রে৷
গত সপ্তাহে বীরভূমের মল্লারপুরে তীব্র বিস্ফোরণে উড়ে যায় একটি ক্লাবঘরের ছাদ৷ ক্লাবে বিস্ফোরণের ঘটনার পর প্রশানিক স্তরেও বেশ কিছু বদলি করা হয়৷ তদন্ত শুরু করে সিআইডি৷ ক্লাবে বিস্ফোরণের পরপরই বুধবার রাতের বিস্ফোরণের ঘটনায় প্রশ্নের মুখে এলাকার আইন-শৃঙ্খলা৷ প্রায় তিন বছর আগে পাশের গ্রাম দরবারপুরে বোমা ফেটে ১১জনের মৃত্যু হয়েছিল৷