বিজেপি প্রার্থীর ধর্না তুলতে পুলিশি ‘তাণ্ডব’, ডিএম অফিসের ‘আটক’ নিশীথ

কোচবিহার: পুনর্নির্বাচনের দাবিতে কোচবিহারের ডিএম অফিসের সামনে থেকে বিজেপি প্রার্থীর ধর্না তুলতে পুলিশি জুলুমের অভিযোগ বিজেপির৷ কেন্দ্রীয় বাহিনী আনিয়ে ধর্না তোলার চেষ্টা৷ ডিএম অফিসে ১৪৪ ধারা জারি থাকায় সাংবাদিকদের হটিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে৷ বিজেপি কর্মীদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়ে পুলিশ৷ অতিরিক্ত পুলিশ সুপার ও আইসিকে ধাক্কা দেওয়ার অভিযোগ৷ ধাক্কা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীদের

613cf527f2330eb64be66deb98743221

বিজেপি প্রার্থীর ধর্না তুলতে পুলিশি ‘তাণ্ডব’, ডিএম অফিসের ‘আটক’ নিশীথ

কোচবিহার: পুনর্নির্বাচনের দাবিতে কোচবিহারের ডিএম অফিসের সামনে থেকে বিজেপি প্রার্থীর ধর্না তুলতে পুলিশি জুলুমের অভিযোগ বিজেপির৷ কেন্দ্রীয় বাহিনী আনিয়ে ধর্না তোলার চেষ্টা৷ ডিএম অফিসে ১৪৪ ধারা জারি থাকায় সাংবাদিকদের হটিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে৷ বিজেপি কর্মীদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়ে পুলিশ৷ অতিরিক্ত পুলিশ সুপার ও আইসিকে ধাক্কা দেওয়ার অভিযোগ৷ ধাক্কা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রার্থীকে ভেতরে বসিয়ে বাইরে থেকে ডিএম অফিসের বন্ধ করে দেওয়া হয়৷ নির্বাচন কমিশন ও পুলিশ আধিকারিকরা তাঁকে বুঝানোর চেষ্টা করছেন, ধর্না প্রত্যাহারের জন্য৷ পরে, ঘণ্টাখানিক পর ধর্না তুলে নেন তিনি৷

বিজেপি প্রার্থীর ধর্না তুলতে পুলিশি ‘তাণ্ডব’, ডিএম অফিসের ‘আটক’ নিশীথআজ বিকাল থেকে পুনর্নির্বাচনের দাবিতে ধর্নায় বসলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক৷ তাঁর অভিযোগ, ‘‘বেশ কিছু বুথে রিগিং হয়েছে৷ সাধারণ মানুষের আজ শীতলকুচি ও নাটাবাড়ি এলাকায় ভোট দিতে পারেনি৷ যেখানে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হয়েছে, সেখানে বুথ লুট হয়েছে৷ আমরা চাই, যেখানে ভোট লুট করা হয়েছে, সেখানে পুনর্নির্বাচন চাইছি৷ এই দাবি না মিটলে আমি এখানেই ধর্নায় বসে থাকব৷’’

অনেক বুথে ইভিএমের পাশে দাঁড়িয়ে ভোট করাচ্ছে তৃণমূলের এজেন্টরা৷ অভিযোগ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের৷ এদিন সংবাদমাধ্যমে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক বলেন, ‘‘যে সমস্ত বুথে রাজ্য পুলিশ রয়েছে, সেখানে তৃণমূলের এজেন্ট দেওয়া হয়েছে, তারা কিন্তু, ইভিএমের পাশে দাঁড়িয়ে দেখে দেখে ভোট করাচ্ছে৷ তারা ভয় দেখিয়ে, জোর করে ভোটাররা যাতে তৃণমূলকে ভোট দিতে বাধ্য হয়, তার ব্যবস্থা করছে৷ আমরা বারবার অভিযোগ যানাচ্ছি৷ এখনও কোনও জবাব পাইনি৷ শিতলকুচি ও নাটাবাড়ি থেকে সব থেকে বেশি অভিযোগ আসছে৷ আমরা এবিষয়ে সকাল থেকে অভিযোগ জানাচ্ছি৷ কিন্তু, কোনও প্রতিক্রিয়া পাচ্ছি না৷’’

অন্যদিকে, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট শান্তিপুর্ণ ভাবে চলছে। সকাল সাড়ে আটটা নাগাদ ২১ নম্বর এবং ১৬১ নম্বর বুথে কিছু অশান্তির খবর পাওয়া যায়। বিজেপি প্রার্থীর উপস্থিতিতে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন ব্যালট পত্রে তার চিহ্নের উপর সেলো টেপ লাগান আছে। এই ঘটনার ফলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিডিও ও এসডিপিও গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

বামফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ জানানো হলেও দেড় ঘণ্টা ধরে চলে ছাপ্পা ভোট। ১৬১,নম্বর বুথে সকাল ৯টা থেকে সাড়ে দশটা পর্যন্ত তৃণমূল পোলিং এজেন্টদের বের করে দিয়ে ছাপ্পা ভোট দিয়েছে। পার্টিনেতা রামলাল মুর্মু এই বিষয়ে পুলিশ ও বিডিওকে জানিয়েছেন। বামফ্রন্টের প্রার্থী মিলি ওঁরাও ২১নম্বর এবং ১৬১ নম্বর বুথে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন। এই বিধানসভার অধীন পানঝোরা ফরেস্টভিলেজ স্কুলে বন বস্তির বাসিন্দারা বন থেকে উচ্ছেদের বিরুদ্ধে ভোট প্রয়োগ করেছেন। বন্ধ রেড ব্যাংক চা বাগানে চা বাগান খোলার দাবিতে ভোট দিয়েছেন। এই লোকসভা কেন্দ্রের অধীন চা বাগান ও কৃষিবলয় গুলিতে ভোট শান্তি পূর্ণভাবে হয়েছে। পার্টি নেতা শঙ্কর বিশ্বাস জানান ভোট ভালই হয়েছে। বিভিন্ন বুথে মানুষ উৎসাহের সাথে ভোট দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *