রক্ষী-সহ ভারতী ঘোষকে আটক করল পুলিশ

ঘাটাল: পিংলা যাওয়ার পথে ভারতী ঘোষকে আটক করল পুলিশ৷ ভারতীর দেহরক্ষীদের বিরুদ্ধে পাঁচ রাউন্ড গুলি চালোনার অভিযোগ রয়েছে৷ বিনা প্ররোচনা বুথের অদূরে গুলি চালোনার ঘটনায় রবিবার বিকালে ধর্মার মোড়ের কাছে ভারতী-সহ তাঁর নিরাপত্তা রক্ষীর পথ আটকায় পুলিশ৷ গার্ডরেল দিয়ে ভারতীর কনভয় আটকে রাখার অভিযোগ পুলিশের পুলিশের বিরুদ্ধে৷ গোটা ঘটনার পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ

রক্ষী-সহ ভারতী ঘোষকে আটক করল পুলিশ

ঘাটাল: পিংলা যাওয়ার পথে ভারতী ঘোষকে আটক করল পুলিশ৷ ভারতীর দেহরক্ষীদের বিরুদ্ধে পাঁচ রাউন্ড গুলি চালোনার অভিযোগ রয়েছে৷ বিনা প্ররোচনা বুথের অদূরে গুলি চালোনার ঘটনায় রবিবার বিকালে ধর্মার মোড়ের কাছে ভারতী-সহ তাঁর নিরাপত্তা রক্ষীর পথ আটকায় পুলিশ৷ গার্ডরেল দিয়ে ভারতীর কনভয় আটকে রাখার অভিযোগ পুলিশের পুলিশের বিরুদ্ধে৷ গোটা ঘটনার পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ তুলেছেন ভারতী৷ অন্যদিকে, ভারতী ঘোষের নিরাপত্তারক্ষীর গুলি চালানোর ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠালেন উপমুখ্য নির্বাচন কমিশনার সুনীল জৈন৷

ঠিক কী এমন হয়েছিল, যার কারণে গুলি চালাতে বাধ্য হল নিরাপত্তারক্ষীরা? গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল? তা জানতে নিরাপত্তারক্ষীদের বয়ান রেকর্ড শুরু করেছে পুলিশ৷ ভারতী সহ নিরাপত্তারক্ষীদের থানায় নিয়ে যাওয়ার নিয়ে পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ প্রায় আধ ঘণ্টা ধরে উভয় পক্ষের বচসার পর ভারতীর কনভয় ছেড়ে দেওয়া হয়৷ তবে, উল্লেখযোগ্য বিশষ হল, ভারতী আকটে রাখার খবর পেয়েও গোটা বিষয়টি এড়িয়া যান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷  ধর্মার মোড় থেকে ঢিল ছোড়া দূরত্ব থেকে দিলীপ ঘোষ মেদিনীপুর শহরে ঢুকে যান বলে খবর খবর৷ কার্যত ভারতীকে এড়িয়ে কনভয় নিয়ে এগিয়ে যান দিলীপ৷

কেশপুরের দোগাছিয়ায় ভারতীর দেহরক্ষীর গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ তোলে তৃণমূল৷ অভিযোগ, ভারতী ওই এলাকার একটি বুথে যেতেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুথের সামনে প্রচুর লোকের ভিড় থাকায় ভারতী তাঁদের সরিয়ে দিতে বলেন। তখনই তাঁর সঙ্গে বচসা বাধে তৃণমূল কর্মীদের৷ অভিযোগ, সেই সময় ভারতী তাঁর দেহরক্ষীদের গুলি চালানোর নির্দেশ দেন। তাঁদের ছোড়া গুলিতেই বখতিয়ার খান নামে এক ব্যক্তি আহত হন৷ তাঁর বা হাতে গুলি লাগে৷ ভর্তি করা হয় হাসপাতালে৷ বখতিয়ারের পরিবারের অভিযোগ, ২২৯ নম্বর বুথে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন বখতিয়ার। শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছিল। হঠাৎই সেই বুথে ৩০-৩৫টি গাড়ি নিয়ে উদয় হন ভারতী। তার পরই উত্তেজনা ছড়ায়। তখনই ভারতী তাঁর দেহরক্ষীদের গুলি চালানোর নির্দেশ দেন।

রক্ষী-সহ ভারতী ঘোষকে আটক করল পুলিশ

ফের ভারতী ঘোষের বিরুদ্ধে বিরুদ্ধে দায়ের এফআইআর৷ নির্দেশ নির্বাচন কমিশনের৷ বুথের ১০০  মিটারের মধ্যে সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে ঢোকার অভিযোগে এফআইআরের নির্দেশ নির্বাচন কমিশনের৷ বুথে ঢুকে ভিডিওগ্রাফি করার অভিযোগে রাজ্য প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের৷ সূত্রের খবর, বুথে ফোন নিয়ে ঢোকার দায়ে ভারতীর বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের হতে পারে৷

অন্যদিকে, কেশপুরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কমিশনে রিপোর্ট পাঠালেন আরিজ আফতাব৷ সকাল থেকে দিনভর কেশপুরে সংঘর্ষের ঘটনায় পুনর্নির্বাচন দাবি জানানো হয়েছে বিজেপি নেতৃত্বের তরফে৷ আজ কমিশনের দপ্তরে গিয়ে কেশপুর বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি জানান মুখতার আব্বাস নকভি৷ বলেন, ‘‘আজ তৃণমূল গুন্ডা দিয়ে ভোট করাচ্ছে৷ পুলিশ সহযোগিতা করছে না৷ কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাক মোতায়েন করা হয়নি৷ আর তার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে৷ আমরা আজ আমরা নির্বাচন কমিশনে কেশপুর বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি জানিয়েছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =