সুরক্ষা দিচ্ছে না পুলিশ, ফের বিস্ফোরক ইশরাত জাহান

কলকাতা: প্রাণনাশের হুমকি সত্ত্বেও পুলিশের তরফ থেকে কোনও নিরাপত্তা দেওয়া হয়নি বলে বিস্ফোরক অভিযোগ তুললেন তিন তালাক মামলায় অন্যতম আবেদনকারী ইশরাত জাহান৷ তাঁর আরও অভিযোগ, তিনি যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়ির মালিকও তাঁকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছেন৷ বুধবার হাওড়ার গোলাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করে ইশরাত জাহান জানান, তিনি যে বাড়িতে বসবাস করছেন সেই

সুরক্ষা দিচ্ছে না পুলিশ, ফের বিস্ফোরক ইশরাত জাহান

কলকাতা: প্রাণনাশের হুমকি সত্ত্বেও পুলিশের তরফ থেকে কোনও নিরাপত্তা দেওয়া হয়নি বলে বিস্ফোরক অভিযোগ তুললেন তিন তালাক মামলায় অন্যতম আবেদনকারী ইশরাত জাহান৷ তাঁর আরও অভিযোগ, তিনি যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়ির মালিকও তাঁকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছেন৷

বুধবার হাওড়ার গোলাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করে ইশরাত জাহান জানান, তিনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়ির মালিক ও তাঁর জামাই তাঁকে হুমকি দিচ্ছে৷ হিজাব পরে হনুমান চালিশা পাঠের অনুষ্ঠানে যোগ দেওয়ার এই হুমকি বলেও অভিযোগ তাঁর৷ এমনকী, তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ প্রাণনাশের আশঙ্কায় ইশরাত পুলিশি নিরাপত্তার দাবি তুলেছেন৷ কিন্তু, পুলিশ কিছুই করছে না বলেও অভিযোগ ইশরাত জাহানের৷

সংবাদসংস্থা পিটিআইকে ইশরাত জাহান জানান, আমি যেখানে থাকি সেই বাড়ির মালিক ক্রমাগত বাড়ি খালি করে দেওয়ার জন্যে আমায় চাপ দিচ্ছেন৷ আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই৷ আমাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হোক৷ পুলিশে কাছে নিরাপত্তা চাওয়া হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও জানান তিনি৷ তবে, নিরাপত্তা না দেওয়ার অভিযোগ অস্বীকার করে পুলিশের দাবি, প্রতিদিন তাঁর বাড়িতে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছেন এক পুলিশ কর্মী৷ তাঁর বাড়ির সামনে কোনও পুলিশ কর্মীকে নিয়োগ না করা হলেও নিয়মিত একজন পুলিশ কর্মী তাঁর বাড়িতে যাচ্ছেন ও পরিস্থিতির উপর নজর রাখছেন বলেও জানান গোলাবাড়ি থানার এক পুলিশ আধিকারিক৷

জাহান তাঁর অভিযোগে জানিয়েছেন, বুধবার তিনি যখন তাঁর ছেলের স্কুল থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় তাঁকে গোলাবাড়ি এলাকার শতাধিক বাসিন্দা ঘিরে ধরেন৷ কেন তিনি হনুমান চালিশা পাঠ করেছেন, তার জবাও চাওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + two =