কূটনৈতিক সফর পুরোদমে শুরু করে দিচ্ছেন মোদী, যাবেন রাশিয়াতেও?

কূটনৈতিক সম্পর্ক শুরু মোদীর ( Modi diplomatic visits) আন্তর্জাতিক ক্ষেত্রে এক দেশের সঙ্গে অন্য দেশের কূটনৈতিক সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শিল্প-বাণিজ্য থেকে নিরাপত্তা ব্যবস্থা,…

Modi diplomatic visits Modi 3.0 government

কূটনৈতিক সম্পর্ক শুরু মোদীর ( Modi diplomatic visits)

আন্তর্জাতিক ক্ষেত্রে এক দেশের সঙ্গে অন্য দেশের কূটনৈতিক সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শিল্প-বাণিজ্য থেকে নিরাপত্তা ব্যবস্থা, সবকিছুই নির্ভর করে কূটনৈতিক সম্পর্কের উপর। তাই প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধান নিজেদের মতো অঙ্ক করে একের পর এক দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন বা নতুন করে সম্পর্ক তৈরি করেন। যথারীতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই পথে হাঁটেন।

ইন্দিরার পর ভিয়েনা যাচ্ছেন নরেন্দ্র মোদী

গত ৯ জুন টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোদী। এরপরই তিনি উড়ে গিয়েছিলেন ইতালি। এই পরিস্থিতিতে জুলাই মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রী যাচ্ছেন অস্ট্রিয়া সফরে। তবে তার আগে রাশিয়াতেও যেতে পারেন তিনি। গত চার দশকে ইউরোপের অস্ট্রিয়ায় ভারতের কোনও প্রধানমন্ত্রী পদার্পণ করেননি। ১৯৮৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেষবার অস্ট্রিয়া গিয়েছিলেন। তার ৪১ বছর পর ভিয়েনা যাচ্ছেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর অস্ট্রিয়া সফর

ভারতের মতো অস্ট্রিয়াও ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক মসৃণভাবে বজায় রেখেছে। সবচেয়ে বড় কথা হল ‘ন্যাটো’র সদস্য দেশ নয় অস্ট্রিয়া। তবে যুদ্ধ ইস্যুতে রাশিয়ার সমালোচনা করতেও ছাড়েনি অস্ট্রিয়া। অর্থাৎ কিছুটা হলেও মধ্যপন্থা নিয়ে চলে ইউরোপের এই দেশটি, এমনটাই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। আর প্রধানমন্ত্রীর অস্ট্রিয়া সফরে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় নিয়ে আলোচনা হবে বলে খবর। এর পাশাপাশি স্টার্ট আপ, তথ্যপ্রযুক্তি-সহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে অস্ট্রিয়ায় একাধিক বৈঠক করতে পারেন মোদী।

রাশিয়া সফরেও যেতে পারেন মোদী

এদিকে জুলাই মাসেই রাশিয়া সফরেও যেতে পারেন নরেন্দ্র মোদী। বৈঠক করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। সম্প্রতি রাশিয়ার বিদেশ মন্ত্রকের একটি সূত্র এ কথা জানিয়েছে। যদিও বিষয়টি নিয়ে নয়াদিল্লির তরফে কিছু জানা যায়নি। মোদী রাশিয়ায় গেলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই হবে তাঁর প্রথম মস্কো সফর। মোদী রাশিয়ায় শেষবার গিয়েছিলেন ২০১৯ সালে। তাই তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মোদী রাশিয়া যান কিনা, আর গেলে পুতিনের সঙ্গে বৈঠক করেন কিনা, সেদিকে বিশেষ নজর থাকবে আন্তর্জাতিক মহলের।

মোদী-পুতিন বৈঠক

কারণ কিছুদিন আগেই বেজিং সফরে গিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করেছিলেন পুতিন। তাই মোদী-পুতিনের বৈঠক হলে তার যে অসম্ভব রাজনৈতিক তাৎপর্য থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। বহুদিন ধরেই সীমান্তে চিনা সেনা লালফৌজ উস্কানি দিচ্ছে। পাল্টা জবাব দিতে দেরি করছে না ভারত। কিন্তু এই পরিস্থিতি বাঞ্ছনীয় নয়। তাই চিনের বন্ধু বলে পরিচিত রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মোদী যদি বৈঠক করেন তাহলে নিশ্চিত ভাবে ঘুরিয়ে বার্তা যাবে শি জিনপিংয়ের কাছেও।

সপ্তাহ দু’য়েক আগে জি-৭ সম্মেলনে যোগ দিতে ইতালি গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির পাশাপাশি বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে।

বিদেশ সফর পুরোদমে শুরু

এছাড়া সাক্ষাৎ করেন পোপ ফ্রান্সিসের সঙ্গেও। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মোদীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন সে দেশে যাওয়ার জন্য। সেই আমন্ত্রণ গ্রহণ করে ইতালি গিয়েছিলেন মোদী। এই আবহের মধ্যে অস্ট্রিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ তৃতীয়বার প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পরই বিদেশ সফর পুরোদমে শুরু করে দিচ্ছেন মোদী। মোদীর এই ধারাবাহিক সফরের দিকে আন্তর্জাতিক মহলের যে বিশেষ নজর থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

 

আরও পড়ুন- 

প্রশ্নফাঁস রুখতে এই রাজ্যের এত বড় পদক্ষেপ! কী আইন আনা হচ্ছে?

অত্যন্ত কৌশলী চাল! কোন কারণে রাহুলকে বিরোধী দলনেতা করল কংগ্রেস

মীনাক্ষীর নেতৃত্বে ভরসা রাখতে পারছে না সিপিএম? উঠছে নানা মত

অধীর-জল্পনা! তিনি কী এবার রাজ্যসভায়?

একটি কেন্দ্রে হার মানতে পারছে না বিজেপি

কংগ্রেসের ‘থ্রি মাস্কেটিয়ার্স’ কারা? তাঁদের মোকাবিলা কীভাবে? 

PoliticsPM Modi‘s diplomatic efforts continue with upcoming visits to Austria and potentially Russia, marking a significant step in India’s global relations. New era in India’s global relations.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *