বিজেপিকে তাড়াতে বাংলার ভোটটা তৃণমূলকে দিন প্লিজ: মমতা

আজ বিকেল: “যাহাই বাম তাহাই রাম। একবার রামের ঘাড়ে শ্যাম চড়ে, আবার শ্যামের ঘাড়ে রাম। তাই বামপন্থী ভাই বোনেদের বলছি, ভোটটা কেউ সিপিএমকে দেবেন না। কংগ্রেসকেও দেবেন না। দয়া করে ভোটটা ভাঙবেন না।” শিলিগুড়ির জনসভা থেকে ফের বিজেপি বিরোধী ভোটের জন্য আকুতি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের তিন তারিখ থেকে ভোট প্রচারে নেমেছেন তৃণমূল নেত্রী। শুরু

বিজেপিকে তাড়াতে বাংলার ভোটটা তৃণমূলকে দিন প্লিজ: মমতা

আজ বিকেল: “যাহাই বাম  তাহাই রাম। একবার রামের ঘাড়ে শ্যাম চড়ে, আবার শ্যামের ঘাড়ে রাম। তাই বামপন্থী ভাই বোনেদের বলছি, ভোটটা কেউ সিপিএমকে দেবেন না। কংগ্রেসকেও দেবেন না। দয়া করে ভোটটা ভাঙবেন না।” শিলিগুড়ির জনসভা থেকে ফের বিজেপি বিরোধী ভোটের জন্য আকুতি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি মাসের তিন তারিখ থেকে ভোট প্রচারে নেমেছেন তৃণমূল নেত্রী। শুরু থেকেই জানপ্রাণ লড়িয়ে বিজেপি বিরোধিতাকে হাতিয়ার করছেন তিনি। কোথাও টানছেন রাফাল কেলেঙ্কারি, কোথাও কৃষক মৃত্যু, কোথাও বা নোটবন্দি, জিএসটি। ধর্মীয় বিভেদ করে বিজেপি যে গোটা দেশকে অশান্ত করে তুলছে তা জানাতে ভুলছেন না তিনি। এনআরসি-র তত্ত্বকেও ধূলিসাৎ করছেন যখন তখন। তবে প্রচারে গিয়ে মনের ভুলেও অন্যদুই বিরোধী সিপিএম কংগ্রেসেরও নাম করছেন না তিনি। যাতে মানুষ তাঁর বক্তব্য শুনতে এসে কোনওভাবেই বামেদের প্রতি আকৃষ্ট হয় এটা তিনি শুনবেন না।

সেই মমতাই শনিবার শিলিগুড়ির সভামঞ্চ থেকে জনতার কাছে অনুগ্রহ চাইলেন। বললেন, বামেরা তো লোকসভা ভোটে একটাও সিট পাবে না। অন্যদিকে কংগ্রেস কবেই সাইবোর্ড হয়ে গিয়েছে। দয়া করে বিজেপি বিরোধী ভোটগুলি নষ্ট করবেন না। তৃণমূলকে দিন।

প্রসঙ্গত, বিরোধীদের ভোট ভাগাভাগির খেলাতে চিরকাল লাভবান হয়ে এসছে শাসকদলই। এবারও তার ব্যতিক্রম হবে কি না তা সময় বলবে। তবে প্রথম দফার ভোটের পর নিস্চই কিছু আঁচ করেছেন পোড় খাওয়া রাজনীতিক তৃণমূল নেত্রী। তাইতো শনিবারের বারবেলায় জনতার দরবারে তৃণমূলের জন্য ভোটটা চেয়েই বসলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =