মুখে বালিশ চাপা দিয়ে কংগ্রেস নেতার ছেলেকে খুন!

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা নারায়ণ দত্ত তিওয়ারির (এন ডি তিওয়ারি) ছেলের মৃত্যু স্বাভাবিক নয়। খুব সম্ভবত মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে রোহিত শেখর তিওয়ারিকে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এমনই অনুমান দিল্লি পুলিসের। গত মঙ্গলবার বিকেলে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৪০ বছর বয়সি

c94032b2c64e87375c60a4a12a1390a1

মুখে বালিশ চাপা দিয়ে কংগ্রেস নেতার ছেলেকে খুন!

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা নারায়ণ দত্ত তিওয়ারির (এন ডি তিওয়ারি) ছেলের মৃত্যু স্বাভাবিক নয়। খুব সম্ভবত মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে রোহিত শেখর তিওয়ারিকে।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এমনই অনুমান দিল্লি পুলিসের। গত মঙ্গলবার বিকেলে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৪০ বছর বয়সি রোহিতের। দক্ষিণ দিল্লির সাকেতের ম্যাক্স হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে খবর, এইমসে হওয়া ময়নাতদন্তের রিপোর্টে ‘অস্বাভাবিক মৃত্যু’র কারণ হিসেবে ‘অ্যাসফিক্সিয়া’-র উল্লেখ রয়েছে। যার অর্থ কোনও কিছু চাপা দিয়ে শ্বাসরোধ করা হয়েছিল তাঁকে।

বৃহস্পতিবার এই ঘটনায় খুনের মামলা দায়ের করেছে পুলিস। মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চের হাতে। তদন্তভার হাতে নিয়ে শুক্রবারই দক্ষিণ দিল্লির ডিফেন্স কলোনিতে রোহিতের বাড়ি গিয়ে পরিবারের সদস্য এবং কাজের লোকদের জিজ্ঞাসাবাদ করেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। সঙ্গে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও। তবে, রোহিতের স্ত্রী অপূর্বা বর্তমানে দিল্লির বাইরে থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *