ভারতীয় টাকায় এবার রবীন্দ্রনাথ, আবদুল কালামের ছবি! সিদ্ধান্তের পিছনে অন্য কোনও ছক নেই তো?

ভারতীয় টাকায় এবার রবীন্দ্রনাথ, আবদুল কালামের ছবি! সিদ্ধান্তের পিছনে অন্য কোনও ছক নেই তো?

কলকাতা: ভারতীয় টাকায় আগামী দিনে বড়সড় পরিবর্তন আসতে পারে। বিশেষ সূত্রে এমন খবরই পাওয়া যাচ্ছে। উল্লেখ্য ভারতীয় টাকায় দেশবরেণ্য মনীষী মহাত্মা গান্ধীর ছবি জ্বলজ্বল করে। বছরের পর বছর ধরে এমনটাই আমরা দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু আগামী দিনে শুধু মহাত্মা গান্ধী নয়, ভারতীয় টাকায় অন্য মনীষীদের ছবিও ছাপা হতে পারে। সেক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারতের ‘মিসাইল ম্যান’ এপিজে আব্দুল কালামের ছবি টাকায় ছাপা হবে বলে রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর।

 

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে আরবিআই এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। একটা  সময় দেশজুড়ে দাবি ওঠে টাকায়  শুধু মহাত্মা গান্ধীর ছবি থাকবে কেন, সেখানে অবশ্যই স্থান  পাওয়া উচিত সুভাষচন্দ্র বসুরও। এই পরিস্থিতিতে স্বাধীনতার  পঁচাত্তর বছর পূর্তির অঙ্গ হিসেবে ভারতীয় টাকায় বহু বিপ্লবী ও  বরেণ্য মনীষীদের জলছবি ছাপানোর ব্যাপারে ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে খবর। এই ভাবনাকে অসাধারণ উদ্যোগ হিসেবেই দেখছে দেশবাসী। যদিও এই ভাবনার পিছনেও কেন্দ্রের প্রচ্ছন্ন রাজনীতি রয়েছে কিনা সেটি নিয়েও চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন এভাবে রবীন্দ্রনাথ, কালামের ছবি নোটে ছাপা হলে আগামী দিনে দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়দের মতো গেরুয়া শিবিরের ‘প্রাতঃস্মরণীয়’ মুখগুলিও স্থান পেতে পারে ভারতীয় টাকায়। তাই তখন যাতে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি না হয় সেই লক্ষ্যে এখন থেকেই রবীন্দ্রনাথ, কালামের মতো চিরস্মরণীয় ব্যক্তিত্বদের ছবি ছাপিয়ে ক্ষেত্র প্রস্তুত করে রাখা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রেও আগামী দিনে ভারতীয় মুদ্রায় ‘গেরুয়াকরণ’ করা হবে কি না তা নিয়ে যথারীতি চর্চা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি।

 

মহাত্মা গান্ধী নিহত হওয়ার পর সেই সময় কাগজের নোটে তাঁর ছবির ব্যবহার নিয়ে বিতর্ক দেখা দেয়। তখন ভারতীয় টাকায় অশোক স্তম্ভের ছবি থাকত। এরপর ১৯৬৯ সালে সর্বপ্রথম রিজার্ভ ব্যাঙ্ক একশো টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি ‘ওয়াটারমার্ক’ হিসেবে ব্যবহার করে। সেই শুরু, ভারতীয় টাকায় তারপর থেকে অন্য কোনও মনীষীর ছবি দেখা যায়নি। এবার সেই ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মহাত্মা গান্ধীর পাশাপাশি ভারতীয় টাকায় রবীন্দ্রনাথ ও কালামের মতো চিরস্মরণীয় ব্যক্তিত্বের ছবি ছাপা হলে সেটি যে ঐতিহাসিক ঘটনা হিসেবেই চিহ্নিত হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *