চিকিৎসকদের ধর্মঘটে লাটে স্বাস্থ্য পরিষেবা, নাকাল রোগী পরিবারের অবরোধ

কলকাতা: এনআরএস কাণ্ডের প্রতিবাদে চলছে চিকিৎসকদের ধর্মঘট৷ আজ, নটা থেকে রাজ্যের সমস্ত আউটডোর পরিষেবা বন্ধ৷ পরিষেবা না পেয়ে এসএসকেএম হাসপাতাল চত্বরে পথ অবরোধ রোগী পরিবারের সদস্যদের৷ পরিষেবা না পেয়ে বাংলার সস্তত স্বাস্থ্যকেন্দ্রে জারি চূড়ান্ত অচলাবস্থা৷ কিন্তু, কেন এই চিকৎসক বিদ্রোহ? ক্ষোভ দানা বাঁধেছিল আগেই৷ অভিযোগ ছিল, ডাক্তাররা রাজ্যজুড়ে রোগীর বাড়ির লোকজনের হাতে লাগাতার মার খেয়েই

চিকিৎসকদের ধর্মঘটে লাটে স্বাস্থ্য পরিষেবা, নাকাল রোগী পরিবারের অবরোধ

কলকাতা: এনআরএস কাণ্ডের প্রতিবাদে চলছে চিকিৎসকদের ধর্মঘট৷ আজ, নটা থেকে রাজ্যের সমস্ত আউটডোর পরিষেবা বন্ধ৷ পরিষেবা না পেয়ে এসএসকেএম হাসপাতাল চত্বরে পথ অবরোধ রোগী পরিবারের সদস্যদের৷ পরিষেবা না পেয়ে বাংলার সস্তত স্বাস্থ্যকেন্দ্রে জারি চূড়ান্ত অচলাবস্থা৷

কিন্তু, কেন এই চিকৎসক বিদ্রোহ? ক্ষোভ দানা বাঁধেছিল আগেই৷ অভিযোগ ছিল, ডাক্তাররা রাজ্যজুড়ে রোগীর বাড়ির লোকজনের হাতে লাগাতার মার খেয়েই চলেছেন৷ কিন্তু, পুলিশ হাত গুটিয়ে বসে৷ সোমবার রাতে ক্ষোভ আরও চূড়ান্ত মাত্রা নেয়৷ ধর্মঘটের মধ্যদিয়ে বিস্ফোরণের আকার নেয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে৷

সোমবার রাতের চিকিৎসক পড়ুয়াদের মারধরের ঘটনায় মঙ্গলবার তা উল্কার গতিতে ছড়াল কলকাতা সহ রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজে ছড়িয়ে পড়ে৷ পিজি থেকে শুরু করে মেডিক্যাল, ন্যাশনাল থেকে জোকা ইএসআই, কল্যাণী কিংবা কামারহাটি সাগর দত্ত, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সহ আরও কয়েকটি জায়গায় চিকিৎসা পরিষেবা ব্যাহত৷ আজও সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালে আউটডোর এমনকি জরুরি পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =