বুথের মধ্যে ফোন কথা, বিতর্কে দুধকুমার মণ্ডল

বোলপুর: বুথের মধ্যে ফোন কথা বলায় বিতর্কে দুধকুমার মণ্ডল। ময়ূরেশ্বরের একটি বুথে ইভিএম খারাপ থাকার অভিযোগ ওঠে। বিষয়টি খতিয়ে দেখতে যান বীরভূমের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। বুথের মধ্যেই দাঁড়িয়ে ফোন কথা বলেন তিনি। যদিও পরে ভুল স্বীকার করে নেন দুধকুমার মণ্ডল। বুথের মধ্যে ফোন কথা বলা প্রসঙ্গে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের অভিযোগ, ‘‘আমি যখম বুথে

বুথের মধ্যে ফোন কথা, বিতর্কে দুধকুমার মণ্ডল

বোলপুর: বুথের মধ্যে ফোন কথা বলায় বিতর্কে দুধকুমার মণ্ডল। ময়ূরেশ্বরের একটি বুথে ইভিএম খারাপ থাকার অভিযোগ ওঠে। বিষয়টি খতিয়ে দেখতে যান বীরভূমের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। বুথের মধ্যেই দাঁড়িয়ে ফোন কথা বলেন তিনি। যদিও পরে ভুল স্বীকার করে নেন দুধকুমার মণ্ডল।

বুথের মধ্যে ফোন কথা বলা প্রসঙ্গে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের অভিযোগ, ‘‘আমি যখম বুথে গিয়েছিলাম, তখন ইভিএম খাপার ছিল৷ ভোট চলছিল না৷ আমি ওই সময় ইভিএম খারাপ হওয়ার অভিযোগ জানাচ্ছিলাম৷ পরে, পোলিং অফিসার আমাকে সতর্ক করা মাত্রই আমি বেরিয়ে যায়৷’’

অন্যদিকে, ঠিক একই ভুল করার দায়ে জন আন্দোলন পার্টির নেতা হরকা বাহাদুর ছেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন৷ কালিম্পং গভর্নমেন্ট জুনিয়র স্কুলে ১১০ নম্বর বুথে কানে ফোন নিয়ে ভোট কেন্দ্র যান হরকা বাহাদুর ছেত্রী৷ কানে ফোন নিয়ে কথা বলতে বলতেই বুথের ভিতরে ভোট দেন তিনি৷ এই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র বিতর্ক৷ কীভাবে বুথের ভিতর কীভাবে কেউ ফোন নিয়ে ঢুকতে পারেন, সেই নিয়ে ওঠে প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =