#PeoplesBrigade: একডজন মিছিল থেকে ব্রিগেডে উঠবে লাল-সুনামি!

#PeoplesBrigade: একডজন মিছিল থেকে ব্রিগেডে উঠবে লাল-সুনামি!

কলকাতা: এক ডজন মিছিলের আয়োজন করেছে বামফ্রন্ট। ২৮ ফেব্রুয়ারির #PeoplesBrigade-র প্রচারে কয়েকদিন থেকেই প্রচার করেছে বামেরা। কলকাতা জুড়ে ১২টা বিধানসভাভিত্তিক মিছিল সংগঠিত হয়েছে। CPIM-Kolkata DC ফেসবুক পেজে ক্লিক করে সরাসরি সম্প্রচার দেখতেও পাওয়া যাচ্ছে।

এই বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাম-কংগ্রেস জোট কিংবা আসন সমঝোতা হবে কিনা তা এখনও স্পষ্ট হয়নি। কিন্তু, বাম-কংগ্রেসের ঐক্যবদ্ধ লড়াই আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কিংবা বিজেপির পথে পথে কাঁটা হতে পারে। বাম কংগ্রেসের মিলিত শক্তি হতে পারে ‘কিং-মেকার’। তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি -এর জন্য আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাম এবং কংগ্রেসের ভোট ভাগের পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

শেষ কিছু নির্বাচনে  জেলাগুলিতে উল্লেখযোগ্যভাবে এই দুই দল দুর্বল হয়ে পড়েছে। শহরেও একই অবস্থা। কিন্তু, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে এই দুই দলের ভূমিকা পর্যবেক্ষণে রেখেছে বিশ্লেষকরা। কংগ্রেস এবং বামফ্রন্টের আসন সমঝোতা হয়েছিল সিপিআই (এম) এর নেতৃত্বে। ২০১৬ সালের বিধানসভা ভোটের পর সুখকর চিত্র ছিল না। ২৯৪ টি আসনের মধ্যে ২১১ টি আসন নিয়ে তৃণমূল ক্ষমতা বজায় রাখে। কেউ বাধা দিতে পারেনি। যেহেতু কংগ্রেস জোট থেকে বেশি উপকৃত হয়েছে এবং বামদের ৩২টি আসনের পরিপ্রেক্ষিতে তারা ৪৪ টি আসন লাভ করেছে। এই জোটটি টেকেনি। মতবিরোধ প্রকাশ পেতে থাকে।

২০১৯ সালে শেষ লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসন জিতেছিল। ৪০.৬৪ শতাংশ ভোট তারা নিশ্চিত করেছে। যা ২০১৪ সালের লোকসভা নির্বাচনের থেকে ২২.৭৬ শতাংশ বেশি। এই ব্যাপক ভোট বৃদ্ধি ইঙ্গিত করে কোনও কারণে বিপুল সংখ্যক মানুষ বিজেপির দিকে ঝুঁকেছে। তা যে ধর্মীয় মেরুকরণ, তা বলার অপেক্ষা রাখে না। লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি বিধানসভায় বিজেপি, তৃণমূল, কংগ্রেস এবং বামদলগুলি ফলাফল বিচার করতে হয় তবে দেখা যাবে বিজেপি প্রায় ১২২টি আসনে এগিয়ে রয়েছে। ৪৩.৬৯ শতাংশ ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস ২২টি আসনে জিতেছিল। লোকসভার ফলাফল বিচার করলে ১৬৩টি আসলে তৃণমূলের এগিয়ে থাকার কথা। আপাতদৃষ্টিতে লোকসভার নিরিখে বিচার করলে বোঝা যায় তৃণমূল অন্তত ৪১টি আসনে এগিয়ে রয়েছে।

যে মিছিলগুলি ইতিমধ্যেই সফলভাবে সংগঠিত হয়েছে সেগুলি হল – কাশীপুর বেলগাছিয়া: সন্ধ্যা সাড়ে ৬টা কাশীপুর ৪বি বাসস্ট্যান্ড থেকে, শ্যামপুকুর:  সন্ধ্যা ৬টা কাঠগোলা থেকে বাগবাজার,  জোড়াসাঁকো: সন্ধ্যা সাড়ে ৬টা রাজাবাজার থেকে তারাসুন্দরী পার্ক, চৌরঙ্গী: সন্ধ্যা ৬টা, বহুবাজার ব্যাংক অফ ইন্ডিয়া মোড় থেকে আলিমুদ্দিন স্ট্রিট, বেলেঘাটা: বিকেল সাড়ে ৫টা রাজাবাজার থেকে জোড়ামন্দির, এন্টালি: সন্ধ্যা ৬টা বামুনপাড়া বাজার থেকে বালীগঞ্জ: সন্ধ্যা ৬টা পার্ক সার্কাস থেকে গড়িয়াহাট, ভবানীপুর: সন্ধ্যা ৬টা চেতলা পার্ক থেকে যদুবাবুর বাজার কসবা: বিকেল সাড়ে চারটে বিজন সেতু থেকে রুবি বেহালা পূর্ব: বিকাল সাড়ে ৫টা বেহালা ১৪ নং বাসস্ট্যান্ড থেকে ডায়মন্ড পার্ক টালিগঞ্জ: সন্ধ্যা সাড়ে ৬টা নাকতলা থেকে টালিগঞ্জ ট্রাম ডিপো যাদবপুর: সন্ধ্যা সাড়ে ৬টা সুকান্ত সেতু থেকে গড়িয়া।
    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =