নয়াদিল্লি: নোট বাতিল এবং তারপর জিএসটি মানুষের জন্য সমস্যার সৃষ্টি করেছিল। বৃহস্পতিবার চাঁদনি চকের বিজেপি প্রার্থী হর্ষবর্ধন একথা স্বীকার করে নিয়ে বলেন, তা সত্ত্বেও মোদির উপরে মানুষ এখনও বিশ্বাস হারাননি।
তাঁর মতে, মোদি সরকারের তরফে যে শক্তিশালী পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেটা মানুষ গ্রহণ করেছেন। কাজেই নোট বাতিল এবং জিএসটি নিয়ে যে সমালোচনা হয়েছে তা, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই হয়েছিল। তিনি বলেন, ‘হঠাৎ করেই নোট বাতিলের সিদ্ধান্ত সরকার এবং অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য অত্যন্ত কঠিন, শক্তিশালী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল। আপনারা দেখেছেন, গোটা দেশের মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। কেউই তাতে অসন্তুষ্ট হননি। কারণ প্রধানমন্ত্রী লক্ষ্য এবং পরিকল্পনা সম্পর্কে সবাই বিশ্বাস রেখেছিলেন।’